বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|রবিবার, মে ৫, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » আপনারা সন্তানকে টিকা দিন

আপনারা সন্তানকে টিকা দিন 

tika ai

এইদেশ এইসময়, ঢাকা : হাম-রুবেলা টিকা কর্মসূচি থেকে একটি শিশুও যেন বাদ না পড়ে সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। সকল বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা এবং জন সাধারনকে অনুরোধ করছি আপনারা নিজের সন্তানকে টিকা দিন। আশপাশের সব শিশু যেন টিকা নেয় সে ব্যাপারে উদ্যোগ নিন।

রোববার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এই আহবান জানান।

হতদরিদ্র পরিবারের শিশুরা যেন কোনোভাবেই বঞ্চিত না হয় সে বিষয়ে প্রশাসনকে বিশেষভাবে নজর দেয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশভুক্ত করতে নাগরিকদের সুস্থতা জরুরি বলে তিনি মন্তব্য করেন।

আবারও সরকার গঠনের সুযোগ দেয়ায় দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে সরকার গঠনের পর বাংলাদেশ পোলিওমুক্ত হয়। আশা করছি হাম-রুবেলা টিকা দেয়ার ক্ষেত্রে শতভাগ সাফল্য অর্জিত হবে।

প্রসঙ্গত, রোববার সকালে গণভবনে কয়েকটি শিশুকে টিকা দেয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বৃহত্তম এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে শনিবার টিকাদান কর্মসূচির উদ্বোধন হয়।

এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত দেশের ৫ কোটি ২০ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে। এই টিকাদান কর্মসূচি চলবে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone