বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, মে ৩, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » মন্ত্রিসভায় টেলিযোগাযোগ অধিদফতর-এর অনুমোদন

মন্ত্রিসভায় টেলিযোগাযোগ অধিদফতর-এর অনুমোদন 

সচিবালয় প্রতিবেদক  : ‌ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে কারিগরি ও পেশাগত সহায়তা দিতে গঠন হচ্ছে ডিপার্টমেন্ট অব টেলিকম্যুনিকেশন বা টেলিযোগাযোগ অধিদফতর।

Cabinet-21.10.13

সোমবার মন্ত্রিসভা এ বিষয়ে নীতিগত অনুমোদন দেয় । সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।মন্ত্রিপরিষদ সচিব বলেন, টেলিযোগাযোগ অধিদফতরে ২৩৮টি পদ থাকবে। এ ছাড়া বিলুপ্ত বিটিটিবির কিছু পদ এই অধিদফতরের আওতায় এনে পর্যায়ক্রমে বিলুপ্ত হবে। টেলিযোগাযোগ অধিদফতরের প্রধান হবেন মহাপরিচালক।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone