বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » রাজধানীতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ জবি শিক্ষার্থী

রাজধানীতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ জবি শিক্ষার্থী 

নিজস্ব প্রতিবেদকঃ  রাজধানীতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নৃবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থী সুলতানা ইসলাম দীবা। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে
agun

শনিবার সকালে রাজধানীর রায়েরবাগে ঢাকামুখী স্বদেশী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দিলে এ ঘটনা ঘটেপ্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা বাসটি রায়েরবাগে পৌঁছলে র্দুবৃত্তরা এতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় জবি শিক্ষার্থী দগ্ধ হন। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে ৫ জন আহত হনদগ্ধ দীবাকে প্রথমে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শঙ্কর কর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক শিক্ষার্থীর পা ঝলসে গেছে। এ সময় বাস থেকে নামতে গিয়ে ৪-৫ জন আহত হয়েছেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায় নি।ঢামেক হাসপাতালের চিকিৎসক পার্থ শঙ্কর বলেন, তাকে (দীবা) অবজারভেশনে রাখা হয়েছে। আঘাত গুরুতর নয়। আশা করছি দু’একদিনের মধ্যেই ছেড়ে দেওয়া যাবে।এর আগে সকাল সাড়ে ৭টার দিকে মিরপুর ১৩ নম্বরে একটি মিনিবাসে আগুন দেওয়া হয় বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা শাহজাদী সুলতানা জানিয়েছেন।এ ঘটনায় কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি। গত ৫ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অবরোধ ডাকার পর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়ি ভাংচুর ও গাড়িতে অগ্নিসংযোগ ঘটছে। বাসে আগুনে এরইমধ্যে নিহত হয়েছেন বেশ কয়েকজন।

 

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone