বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » বহিষ্কৃত হচ্ছেন বার্সা কোচ!

বহিষ্কৃত হচ্ছেন বার্সা কোচ! 

স্পোর্টস ডেস্ক : তাহলে কি লিওনেল মেসির সঙ্গে ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে বলি হতে হচ্ছে বার্সেলোনা কোচ লুইস এনরিকেকে? স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর বার্সা প্রেসিডেন্ট যোসেফ মারিয়া বার্তোমিউ এমএলটেনকে আশ্বস্ত করছেন রোববার অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের পর এনরিকেকে বহিষ্কার করবেন তিনি।anric

আর নতুন ম্যানেজার হিসেবে উড়িয়ে আনার চেষ্টা করা হবে ফ্রাঙ্ক রাইকার্ডকে। শুক্রবার এ লক্ষ্যে নাকি আলোচনাতেও বসেছিলেন মেসি-বার্তো্মিউ। যখন রাইকার্ডের প্রতি নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেন আর্জেন্টাইন অধিনায়ক, যার হাত ধরে ২০০৪ সালে ফুটবলে অভিষেক হয়েছিল ফুটবলার মেসির।

বৃহস্পতিবার কোপা ডেল রের ম্যাচে এলচেকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে এনরিকের ওপর চাপ বাড়িয়েছে মেসি ও তার সতীর্থরা। কারণ এদিন সেরা একাদশে ছিলেন বার্সা প্রাণ ভোমরা, যা কাতালনিয়ার দলটিকে উজ্জীবিত করেছে। অথচ এই মেসিকেই কিনা রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বসিয়ে রেখেছিলেন এনরিকে। যার খেসারত গুণে দল ওই ম্যাচে ১-০ ব্যবধানে হেরে বসে পয়েন্ট টেবিলে ব্যাকফুটে চলে যায়। প্রসঙ্গত, বিভিন্ন সমস্যার কারণে বার্সা প্রেসিডেন্ট নিজেও এখন ক্লাবে চাপের মধ্যে আছেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone