বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বুধবার, মে ৮, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » জাপানের ফুজি টিভিতে বাংলাদেশের প্রিন্স ড. মূসা বিন শমশের

জাপানের ফুজি টিভিতে বাংলাদেশের প্রিন্স ড. মূসা বিন শমশের 

নিজস্ব প্রতিবেদকঃ   বিশ্ব বরেণ্য ধনকুবের ও স্টাইল আইকন প্রিন্স ড. মূসা বিন শমশেরকে আবারও ডকুফিল্ম নির্মাণের আগ্রহ দেখিয়েছে জাপানের জনপ্রিয় ফুজি টেলিভিশন।

aaaaএ উপলক্ষে নির্মাতা প্রতিষ্ঠান বিগ ফেসের ৬ সদস্যের প্রতিনিধি আগামীকাল ৭ জানুয়ারি বাংলাদেশে আসছেন।

aa জাপানি প্রতিনিধিদলে থাকবেন নির্মাতা ইশোইকা ও তাকাতুশি, প্রোগ্রাম রিপোর্টার আইয়ো কাজোকি, চিত্রগ্রাহক তাকোয়া ও সম্পাদক শিকি কিউ।

aaaজাপান দূতাবাস সূত্র জানিয়েছে বাংলাদেশে অবস্থানকালে ফুজি টেলিভিশন প্রতিনিধি দল ড. মূসার গুলশান বাসভবন, বনানী অফিসসহ তাঁর গ্রামের বাড়ী ফরিদপুর সফর করে তথ্য-উপাত্ত সংগ্রহ করবে। উল্লেখ্য, ২০১৩ সালে ফুজি টিভি নির্মিত বিশ্বের ১০০ ক্ষমতাধর ব্যাক্তিদের নিয়ে নির্মিত ডকুমেন্টারিতেও প্রিন্স মূসার লাইফ স্টাইল নিয়ে নির্মিত অংশটি বিশ্বব্যাপী প্রশংসা কুড়ায়। বাংলাদেশে জন্ম নেয়া আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী রহস্যমানব প্রিন্স মূসার রাজকীয় জীবন-যাপন নিয়ে ২০০৮ সালে প্রচ্ছদ করেছিলো লন্ডনের সানডে টেলিগ্রাফ।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone