বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, মে ৩, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » বার্সার হার!

বার্সার হার! 

স্পোর্টস ডেস্ক: রিয়াল সোসিয়েদাদের হোম গ্রাউন্ডে ২০০৭ সালের পর থেকে স্প্যানিশ লা লিগার খেলায় এখনো কোনো ম্যাচ জিততে পারেনি বার্সেলোনা।

অবশ্য শুধু কাতালন জায়ান্টদের জন্যই অভিশাপ বয়ে আনেনি এস্টাডিও মুনিসিপাল

barsa

‘ফেভারিটদের বধ্যভূমি’ খ্যাত মাঠে এই মৌসুমে ৪-২ ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ। একই পথে হাঁটতে হয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদকেও। ডিয়াগো সিমিওনে বাহিনীর হারের ব্যবধানটা ছিল ২-১ গোলের। সুতরাং বড় দিনের ছুটির পর মাঠে নেমে সতর্ক হতে হতো লুইস এনরিকেকে। কিন্তু গুরুত্বপূর্ণ দিনে এসেই পরিকল্পনায় মহাভুল করলো স্প্যানিশ ম্যানেজার। যার খেসারত দিতে হলো বার্সাকে।

এই মৌসুমে ২৫টি ম্যাচে মাত্র দুবার একই দল খেলিয়েছেন এনরিকে। রোববারও সেই পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত রেখেছিলেন অ্যাসতুরিয়ান কোচ। কিন্তু এবার মনে হয় বড় একটা ফাটকাই নিয়েছিলেন বার্সা কোচ। কারণ, কেউ যা ভাবেননি- এদিন তাই করেন এনরিকে। দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে বাইরে রেখে আক্রমণ ভাগ সাজান তিনি। সেরা একাদশে রাখেননি ব্রাজিলিয়ান সেনসেশন নেইমারকেও। তাতে প্রথমার্ধে বার্সার আক্রমণ জলছবির মতো দৃষ্টিগ্রাহ্য হয়নি একবারও। যদিও বিরতির পর মেসি-নেইমার উভয়েই নেমেছিলেন। কিন্তু ততোক্ষণে বেশ দেরি হয়ে গেছে।

রোববারের খেলায় বার্সার মাঝমাঠে স্পষ্ট গতিশীলতার অভাব ছিল। এদিন একাদশে জায়গা হয়নি ইভান রাকিটিচের। তার বদলে জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা ও সার্জিও বুসকুয়েটসকে নামান এনরিকে। যা খেলার গতিকে অনেকটা শ্লথ করে দিয়েছে। উপরন্তু ডিফেন্সে মার্টিন মনোটয়াকে নামানো বড় একটা ঘাটতি তৈরি করেছিল বুলাগ্রানাদের খেলায়।ফুলব্যাক হিসেবে মনোটয়ার পারফরম্যান্স ছিল হতাশাজনক। এই মৌসুমে প্রথমবারের মতো সেরা একাদশে সুযোগ পেয়ে ঠিক জায়গায় ক্রস রাখতে পারছিলেন না তিনি।

দুভাগ্য হানা দেয়ার দিনে নিজের সবচেয়ে খারাপ ম্যাচটা খেলেন বার্সার আরেক ফুলব্যাক জর্ডি আলবাও। শারিরীকভাভে শক্তিশালী সোসিয়েদাদের খেলোয়াড়দের নিকট গতিতে বারবার পরাস্ত হয়েছেন সাবেক মাস্তেলাম্যান। এতে করে স্বাগতিক দলের খেলায় আলাদা একটা বেগ তৈরি হয়। উল্লেখ্য, ম্যাচের দুই মিনিটে আলাবার আত্মঘাতী গোলটি ছিল তার ববর্ণ পারফরম্যান্সের একেবারে চূড়ান্ত প্রকাশ। এদিকে এদিন পরীক্ষা-নিরীক্ষা করে নিজের দল হারলেও সিদ্ধান্ত নিয়ে কোনো অনুতাপ নেই বার্সা কোচ লুইস এনরিকের। তিনি বলেন, ‘এটা সিদ্ধান্ত নিয়ে দুঃখ করার সময় নয়। আমি পুরো মৌসুমে দলের ভালোর কথা ভেবেই একাদশ সাজিয়েছি।’

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone