বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|মঙ্গলবার, মে ৭, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ট্রেনের যান্ত্রিক ত্রুটিতে মুম্বাইতে সহিংসতা

ট্রেনের যান্ত্রিক ত্রুটিতে মুম্বাইতে সহিংসতা 

ইন্টারন্যাশনাল ডেস্কঃ    ভারতের মুম্বাই শহরের স্থানীয় রেলওয়ে সার্ভিস ভেঙে পড়ার প্রতিবাদে হাজার হাজার অফিসগামী যাত্রী বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছেন।শুক্রবার (০২ জানুয়ারি) সকালে টাকরুলি স্টেশনের কাছে স্থানীয় ট্রেনের যান্ত্রিক ত্রুটি দেখা দিলে এ ঘটনা ঘটে।ট্রেন মেরামত ও বিদ্যুৎ সরবরাহ জনিত সমস্যায় এই পরিস্থিতি তৈরি rail

হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা দাবি করেছেন।বিক্ষোভকারীরা প্রথমে একটি ট্রাকে হামলা করে। পরক্ষণেই সেই সহিসংতা চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় বিক্ষোভকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করে সরকারি সম্পত্তি নষ্ট করে।এ সময় একটি পুলিশ ভ্যানসহ তিনটি যানবাহন ভাঙচুর করেন বিক্ষোভকারীরা। তবে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।এদিকে, রেলওয়ে কর্মকর্তারা দাবি করেছেন, কিছু ট্রেন  মেরামতে পাঠানো হয়েছে, সে কারণে ট্রেন চলাচলে বিলম্ব ঘটেছে।এ বিষয়ে ভারতীয় রেলমন্ত্রী সুরেশ প্রাভু জানান, ঘটনাটি আমরা অবশ্যই তদন্ত করে দেখবো এবং ভবিষ্যতের জন্য সংশোধনমূলক ব্যবস্থা নেবো।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone