বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|রবিবার, মে ৫, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ঝড়ো আবহাওয়া ও তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত

ঝড়ো আবহাওয়া ও তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত 

ইন্টারন্যাশনাল ডেস্কঃ     ঝড়ো আবহাওয়া ও তীব্র স্রোতের কারণে জাভা সমুদ্রে বিধ্বস্ত ইন্দোনেশিয়ার এয়ার এশিয়া বিমানের উদ্ধার ব্যাহত হচ্ছে। ইন্দোনেশিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানায়, জাভা সমুদ্রে ভাসমান বস্তুগুলো এয়ার এশিয়ার বিধ্বস্ত বিমানেরই।
এখন পর্যন্ত ছয়জনের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ

indo
গতকাল জাভা সমুদ্রের বোর্নিও দ্বীপের কাছে ধ্বংসাবশেষ দেখা যায়। এরপরেই ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার অভিযান সংস্থার প্রধান বামবাং সোয়েলিসতিয়ো রাজধানী জাকার্তায় সংবাদ সম্মেলন করেন।  সংবাদ সম্মেলনের পর ইন্দোনেশিয়ার নৌবাহিনীর মুখপাত্র মাসাহান সিমোরাঙ্গকির জানান, উদ্ধারকারী একটি যুদ্ধজাহাজে ৪০টির বেশি মৃতদেহ তোলা হয়েছে। এ সংখ্যা বাড়ছে। উদ্ধারকর্মীরা বাকি লাশগুলো উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তবে বামবাং সোয়েলিসতিয়ো পরে নিশ্চিত করেছেন, সংখ্যাটি ৪০ নয়, ৩জন।  ইন্দেনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেন, বিমানের নিখোঁজ যাত্রীদের উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালান হচ্ছে। এজন্য বিমান ও জাহাজের সাহায্য নেয়া হচ্ছে। তিনি নিখোঁজ যাত্রীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের স্বজনদের ধৈর্য্য ধরার অনুরোধ করেন।গত রবিবার ১৬২ জন আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার সুরাবায়া শহর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে ওড়ার ঘন্টা খানেক পর নিখোঁজ হয় এয়ারবাস এ৩২০-২০০ উড়োজাহাজটি। তল্লাশির আওতা বাড়িয়ে গতকাল জল ও স্থলের ১৩টি জোনে অনুসন্ধান চালানো হয়।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone