বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|রবিবার, মে ৫, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ইতালীয় ফেরিতে আগুন; উদ্ধার ১৯০

ইতালীয় ফেরিতে আগুন; উদ্ধার ১৯০ 

ইন্টারন্যাশনাল ডেস্কঃ    ইতালির একটি যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।ঘটনার পর সেখান থেকে এ পর্যন্ত ১৯০ জনকে উদ্ধার করা হয়েছে। আটকা রয়েছে আরও প্রায় ৩০০ লোক।রোববার গ্রিক দ্বীপ কর্ফু থেকে ৪৪ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে অবস্থানের সময় ফেরিটিতে আগুন লাগে। এখন পর্যন্ত আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি।খবর আলজাজিরা ও বিবিসির।ইতালির কর্তপক্ষ জানিয়েছে, ওই ঘটনায় ফেরি থেকে লাফ দিয়ে পড়ে একজনের মৃত্যু হয়েছে। itae

একই ধরনের ঘটনায় আরেকজন আহত হয়েছে।ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি বলেছেন, বিশাল ঢেউ ও প্রচণ্ড বাতাস থাকা সত্ত্বেও গভীর রাত পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হবে।এর আগে গ্রিসের মার্চেন্ট মেরিন মন্ত্রী মিলতিয়াদিস ভারভিতসিওতিস বলেছিলেন, ‘এ উদ্ধার অভিযানটি বেশ কঠিন… সেখানে স্পষ্ট করে সবকিছু দেখা যাচ্ছে না। এ ছাড়া আবহাওয়া পরিস্থিতি প্রতিকূলে। কিন্তু আমরা উদ্ধারের ব্যাপারে আত্মবিশ্বাসী, কারণ আমাদের বেশ কয়েকটি জাহাজ সেখানে অবস্থান করছে।’গ্রিসের পাত্রাস বন্দর থেকে ইতালির আনকোনার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল ফেরিটি। ফেরিটিতে ২২২টি গাড়ি, ৪২২ যাত্রী ও ৫৬ ক্রুসহ মোট ৪৭৮ আরোহী ছিল।এ দুর্ঘটনার পর থেকে যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে ইতালি ও গ্রিস।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone