বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শনিবার, মে ৪, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » ‘গোলাপী আর ট্রেনে নেই, ট্রেন মিস হয়ে গেছে’ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

‘গোলাপী আর ট্রেনে নেই, ট্রেন মিস হয়ে গেছে’ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা 

hasina ai

এইদেশ এইসময়, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, তিনি নির্বাচন বর্জন করে ট্রেন মিস করলেন। এখন যদি আমি বলি, গোলাপিরে গোলাপি ট্রেনতো মিস করলি। গোলাপি এখন আর ট্রেনে নাই।

বৃহস্পতিবার বিকেল চারটায় যশোরের অভয়নগরের নওয়াপাড়ার শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, তিনি গোপালগঞ্জকে গালি দেন। কারণ জাতির জনকের জন্ম হয়েছে গোপালগঞ্জে। তাই গোপালগঞ্জের ওপর ওনার খুব রাগ। তিনি বাংলাদেশের চেয়ে পাকিস্তানকে বেশি ভালবাসে। কিন্তু জনগণ গোপালগেঞ্জর মানুষের সঙ্গে আছে।’

খালেদা জিয়াকে লক্ষ্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি প্রতিটি কথায় মিথ্যা বলেন। তার যে কতটা জন্মদিন কেউ জানেনা। তার স্কুলের সার্টিফিকেটে একটি, বিয়ের একটি ও পাসপোর্টে আরেকটি জন্মদিন। এভাবে সব মিলিয়ে ওনার পাঁচটি জন্মদিন। তিনি এতই মিথ্যা বলেন যে, নিজের জন্মদিনের সঙ্গে স্বামীর জন্মদিনও বদলে দিয়েছেন। তিনি বেসামাল হয়ে গেছেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির কাজ খুনিদের পুরস্কৃত করা। যুদ্ধাপরাধীদের হাতে বিএনপির নেত্রী আমাদের পতাকা তুলে দিয়েছিল।’

বিএনপির নেত্রীকে লক্ষ্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি আন্দোলনের নামে দেশবাসীকে ডাক দিয়েছিল। কিন্তু দেশবাসী তার ডাকে সাড়া দেয়নি। তিনি আন্দোলনের নামে একটি কাজ করতে পেরেছে, তাহলো গাড়িতে আগুন দিয়েছে। আগুন দিয়ে মানুষ পুড়েছে।’

শেখ হাসিনা খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি নির্বাচন বর্জনের ডাক দিলেও দেশের ৪০ থেকে ৪৫ শতাংশ মানুষ ভোট দিয়ে আপনার ডাককে বর্জন করেছে।’

তিনি বলেন, ‘মানুষ খুন করে বিএনপি সফল। জনগণকে এগিয়ে নিতে বিএনপি-জামায়াত সফল হয়নি।’

জামায়াততে লক্ষ্য করে প্রধানমন্ত্রী বলেন, “জামায়াত পাকিস্তানের স্বাধীনতার সময়ও সমর্থন করেনি, আবার বাংলাদেশের স্বাধীনতাকেও সমর্থন করেনি। এ দলটি পাকিস্তানেও দ-িত হয়েছিল।’

তিনি বলেন, ‘জামায়াত ইসলামের নামে রাজনীতি করে। কিন্তু ইসলাম ধর্মে বিশ্বাস করেনা। বিএনপির নেত্রী তাদের সমর্থন দিচ্ছেন। বিএনপির নেত্রী জামায়াতের নেত্রী হয়ে গেছেন। খালেদা জিয়া এখন জামায়াতের আমির হয়ে গেছেন। ’

শেখ হাসিনা বলেন, “১১ হাজার যুদ্ধাপরাধী যারা কারাগারে বন্দি ছিল জিয়াউর রহমান তাদের ছেড়ে দিয়েছিল। ছেড়ে দিয়ে তাদের বিভিন্ন পদে বসিয়েছিল। যে খুনিরা আমার বাবা, মা, ভাই-বোনকে হত্যা করেছে। সেই খুনিদের জিয়াউর রহমান বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছে।”

বিএনপির সময়ে দুর্নীতির কারণে এক ফোটাও নতুন বিদ্যুৎ উৎপাদিত হয়নি বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। আগামীতে প্রত্যেক ঘরে ঘরে আমরা বিদ্যুৎ পৌছে দেব বলেও মত দেন শেখ হাসিনা।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone