বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শনিবার, মে ৪, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » উত্তর কোরিয়ায় আবারও ইন্টারনেট ব্যবস্থা অকার্যকর

উত্তর কোরিয়ায় আবারও ইন্টারনেট ব্যবস্থা অকার্যকর 

ইন্টারন্যাশনাল ডেস্কঃ    উত্তর কোরিয়ায় আবারও ইন্টারনেট ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ছিল বলে জানিয়েছে চীনা সংবাদ সংস্থা সিনহুয়া। এবার দেশটির ইন্টারনেট ও থ্রিজি সিস্টেম প্রায় দুই ঘণ্টা অকার্যকর ছিল বলে জানানো হয়েছে।

এর আগেও একবার দেশটির ইন্টারনেট ব্যবস্থা অকার্যকর হয়ে গিয়েছিল। এই ঘটনার পেছনে যুক্তরাষ্ট্রই দায়ি বলে মনে করছে উত্তর কোরিয়া।এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে কঠোর ভাষায় সমালোচনা করে, তাঁকে ‘বানর’ হিসেবে উল্লেখ করে একটি বিবৃতি দিয়েছে উত্তর কোরিয়ার জাতীয় নিরাপত্তা কমিশন।উত্তর কোরিয়া আর যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাকযুদ্ধের উত্তেজনাকে আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়ার জাতীয় নিরাপত্তা কমিশন থেকে দেয়া এই বিবৃতি। এতে বলা হয়েছে, ‘ওবামা সবসময় বেপরোয়া হয়ে কথা বলছেন এবং কাজ করছেন গ্রীষ্মমণ্ডলীয় বনের বানরের মতন।

’ e

উত্তর কোরিয়া ইচ্ছে করেই ওবামাকে উদ্দেশ্য করে এমন অপমানজনক ভাষায় বিবৃতি দিয়েছে বলে মনে করছেন উত্তর কোরিয়ার সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত জন এভারআর্ড।তিনি বলেন, এর আগেও বিবৃতি দিয়েছিল উত্তর কোরিয়া। কিন্তু তখন তারা প্রেসিডেন্ট ওবামাকে কোনও প্রকার অপমান করেনি। কিন্তু এই বিবৃতিতে তার সম্পর্কে খুবই অশিষ্ট ভাবে কথা বলেছে উত্তর কোরিয়া।এভারআর্ডের ধারণা, উত্তর কোরিয়া হয়ত ধরেই নিয়েছে যে তাদের দেশে যে সাইবার হামলা হয়েছে তার পেছনে যুক্তরাষ্ট্রই দায়ি। এই ভাষা ব্যবহার করে তারা যেন সেটাই বোঝাতে চাইছে।উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে নিয়ে দ্য ইন্টারভিউ নামে একটি কমেডি সিনেমা বানায় সিনেমা নির্মাণকারী মার্কিন প্রতিষ্ঠান সনি পিকচার্স। ২৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পায় বিতর্কিত ‘দ্য ইন্টারভিউ’।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone