বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » প্রযুক্তি » বাংলাদেশের সর্বপ্রথম অ্যাপ ইঞ্জিন “বুনন”

বাংলাদেশের সর্বপ্রথম অ্যাপ ইঞ্জিন “বুনন” 

প্রযুক্তি ডেস্কঃ   বৃহস্পতিবার ধানমণ্ডির স্টার্ট আপ রেস্টুরেন্টে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের সর্বপ্রথম অ্যাপ ইঞ্জিন “বুনন” এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বনামধন্য তথ্য প্রযুক্তিবিদ এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সৈয়দ আখতার হোসেন

app

উদ্বোধনী অনুষ্ঠানে বুননের সংক্ষিপ্ত পরিচিতি এবং এর কার্য পদ্ধতি তুলে ধরেন বুননের নির্মাতা দলের প্রধান মাহমুদুল হাসান। তিনি বলেন, বুনন বাংলাদেশের সর্বপ্রথম অ্যাপ ইঞ্জিন যেখানে কোন রকম বিশেষ টেক দক্ষতা ছাড়াই মানুষ তাদের পছন্দ মত আপ্লিকেশন তৈরি ও ব্যবহার করতে পারবেন। শুধু তাই নয়, এই প্লাটফর্মে তৈরিকৃত আপ্লিকেশনকে তারা নিজেদের নামে পেটেন্ট করতে পারবেন এবং সেখান থেকে আয় ও করতে পারবেন। নিজের ভাবনাকে কাজে রূপান্তরিত করার এই প্রয়াসকে নাম দেয়া হয়েছে “বুনন”।

এক কথায়, বুনন শুধু মানুষের আনন্দের খোরাকিই যোগাবে না, তার পাশাপাশি তাদের মধ্যে মুক্ত ও সৃজনশীল চিন্তার সঞ্চার করবে যা সমাজে লক্ষণীয় পরিবর্তন আনবে। আর বুনন ইঞ্জিনটি পাওয়া যাবে বিডিঅ্যাপস্টোর.কম সাইটে।

বাংলাদেশের আইটি খাতকে এক নতুন মাত্রা দেয়ার যে স্বপ্ন মাহমদুল হাসান দেখেছিলেন সেখান থেকেই বুননের সূচনা। তিনি সব সময় চেয়েছিলেন এদেশের মানুষ প্রযুক্তিকে চিনুক, জানুক এবং নিজের অবস্থা পরিবর্তনে ব্যবহার করুক। তার এই পথচলায় তার সহযোগী আছে বাংলাদেশেরই এক দল তরুণ ডেভেলপার যারা তার দেখা স্বপ্ন ছোঁয়ার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মাহমুদুল হাসান আগামী ১০ বছরে বুননকে বিশ্বের একটি অন্যতম শক্তিশালী অ্যাপ তৈরির প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে চান।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone