বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, মে ১৭, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » নিষিদ্ধ হলেন ম্যালকম ওয়ালার

নিষিদ্ধ হলেন ম্যালকম ওয়ালার 

স্পোর্টস ডেস্কঃ     অবৈধ্য বোলিং অ্যাকশনের দায়ে অল্প সময়ের মধ্যে বেশ কয়েকজন বোলারকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। এবার সে তালিকায় নতুন করে যোগ হলেন জিম্বাবুয়ের অফস্পিনার ম্যালকম ওয়ালার।
অবৈধ্য বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ালারের বোলিং নিষিদ্ধ ঘোষণা করেছে আইসিসি

malkom
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, পরীক্ষা করে দেখা গেছে যে বোলিং করার সময় ম্যালকম ওয়ালারের কনুই ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায়। তাই আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ ঘোষণা করা হলো।
অবশ্য বোলিং অ্যাকশন ঠিক করে পূনরাই আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে ফেরার সুযোগ থাকছে ওয়ালারের।
উল্লেখ্য, সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশের বিপক্ষে খুলনা টেস্টে ওয়ালারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়ররা। ফলে গত ৭ ডিসেম্বর প্রিটোরিয়ার হাই পারফরম্যান্স সেন্টারে পরীক্ষা করা হয় ওয়ালারের বোলিং অ্যাকশন। এবং রিপোর্টে তার বোলিং অ্যাকশন অবৈধ ধরা পড়ে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone