বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বৃহস্পতিবার, মে ২, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ৫৫ দশমিক ছয় শতাংশ ভোট পেয়ে জয়ের পথে ইবাসি

৫৫ দশমিক ছয় শতাংশ ভোট পেয়ে জয়ের পথে ইবাসি 

 ইন্টারন্যাশনাল ডেস্কঃ   তিউনিশিয়ায় প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট নির্বাচনে ৫৫ দশমিক ছয় শতাংশ ভোট পেয়ে জয়ের পথে রয়েছেন ধর্মনিরপেক্ষ নিদ্দা তিউনিস দলের নেতা ৮৮ বছর বয়সী বেজি সাইদ ইবাসি। সরকারি কোনো ঘোষণা না আসলেও এখনই নিজেকে বিজয়ী দাবি করে উল্লাস প্রকাশ করেছেন ইবাসি। শহরের বিভিন্ন স্থানে ইবাসির সমর্থকদের আনন্দ-উল্লাস করতে দেখা যায়।ইবাসির নিকটতম প্রতিদ্বন্দী তত্বাবধায়ক সরকারের সাবেক প্রেসিডেন্ট মোনসেফ মারজুকি জানান যে, ভোটের ব্যবধান এতই কম যে এখনই এটা নিয়ে মন্তব্য করা সঠিক নয়

।  tunisia
সমালোচকরা ইবাসির এই জয়কে অবারও সেই পুরানো পথের দিকে যাত্রা বললেও ইবাসি বলছেন তিনি দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম হবেন।
যদিও সরকারি ঘোষনা এখনও আসেনি তবে বেশিরভাগ আসননেই এখনও ইবাসি জয়ী। নির্বাচন উপলক্ষে তিউনিশিয়ার নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং লিবিয়ার সঙ্গে অস্থিতিশীল সীমান্ত বন্ধ করা হয়েছে।
গত রবিবার তিনজনের একটি দল ভোট কেন্দ্রে হামলা চালিয়েছিল এবং তাদের মধ্যে একজন পুলিশের গুলিতে নিহত হয়েছে।
২০১১ সালে শিক্ষিত বেকার সবজি বিক্রেতা বু আজিজির গায়ে আগুন দিয়ে আত্মাহুতির ঘটনার মাধ্যমে দেশটিতে প্রথম সূত্রপাত হয় আরব গণজাগরণের। যা পরে ছড়িয়ে পড়ে পুরো আরব বিশ্বে। দশকের পর দশক ধরে আরব বিশ্বের দেশগুলোতে আসন গেড়ে বসা থাকা বংশীয় স্বৈরতান্ত্রিক শাসকদের ভিত্তিমূল নাড়িয়ে দেয় আরব বসন্ত নামে পরিচিত ওই গণজাগরণ।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone