বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি মুখ থুবড়ে পড়েছে : হিউম্যান রাইটস ওয়াচ

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি মুখ থুবড়ে পড়েছে : হিউম্যান রাইটস ওয়াচ 

human

রোকন উদ্দিন, ঢাকা : ২০১৩ সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পেছনের দিকে মুখ থুবড়ে পড়েছে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।
গতকাল মঙ্গলবার বিশ্ব মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে সংস্থাটি যে বিশদ রিপোর্ট প্রকাশ করে,তাতে বাংলাদেশ সরকারের কঠোর সমালোচনা করা হয়েছে।
বাংলাদেশে নাগরিক সমাজ এবং গণমাধ্যমের বিরুদ্ধে সরকার কঠোর দমননীতির পথ অবলম্বন করছে বলে উল্লেখ করে রিপোর্টে বলা হয়,বাংলাদেশে যারাই সরকারের কাজ-কর্মের সমালোচনা করছে,তাদের বিরুদ্ধেই সরকার অভিযোগ আনছে।
অনেক ক্ষেত্রেই সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে হিংসাত্মক এবং বেআইনি পদক্ষেপ নিয়েছে। হেফাজতে ইসলামের সমর্থকরা এবং যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে আন্দোলনকারীরা সরকারের এ রকম পদক্ষেপের শিকার হয়েছেন।
রিপোর্টে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেছে হিউম্যান রাইটস ওয়াচ। ‘অধিকার’ নামের একটি মানবাধিকার সংস্থার কর্মকর্তা আদিলুর রহমান খানকে গ্রেফতার করে জেলে প্রেরণ,নাস্তিক বলে কথিত ব্লগারদের গ্রেফতার এবং একজন সংবাদপত্র সম্পাদককে গ্রেফতারের কথা এ প্রসঙ্গে উল্লেখ করা হয়।
বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারকে ঘিরে ব্যাপক রাজনৈতিক সহিংসতার কথা উল্লেখ করে রিপোর্টে বলা হয়, জামায়াত নেতা কাদের মোল্লাকে ফাঁসির দ- দেয়ার দাবিতে ফেব্রুয়ারিতে যে আন্দোলন শুরু হয়েছিল সেটি ছিল শান্তিপূর্ণ। বাংলাদেশ জুড়ে হাজার হাজার মানুষ এ বিক্ষোভে অংশ নেয়।
কিন্তু ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেয়ার পর পরিস্থিতি হিংসার দিকে মোড় নেয়।
রিপোর্টে বলা হয়,জামায়াতে ইসলামীর সমর্থকরা অনেক মৃত্যুর জন্য দায়ী, তবে সরকারের নিরাপত্তা বাহিনী অনেক সময় নির্বিচারে গুলী চালিয়েছে যার শিকার হয়েছে বিক্ষোভকারী এবং নিরীহ পথচারীরা।
একই সময়ে সরকার তার সমালোচকদের বিরুদ্ধেও দমনমূলক পদক্ষেপ নিতে শুরু করে। বহু ব্লগ লেখক যারা সরকারের সমালোচনা করেছিলেন তাদেরকেও আটক করা হয়।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone