বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » বিবিধ » ঋণ বিতরণ বেড়েছে ‘এসএমই’ খাতে ১৫ দশমিক ৩৫ শতাংশ

ঋণ বিতরণ বেড়েছে ‘এসএমই’ খাতে ১৫ দশমিক ৩৫ শতাংশ 

অর্থনৈতিক প্রতিবেদকঃ     বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।২০১৪ সালের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) এসএমই খাতে ৭২ হাজার ৬২ কোটি ঋণ দিয়েছে ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলো। এটি পুরো বছরের লক্ষ্যমাত্রার ৮০ দশমিক ৯৪ শতাংশ। আর ঋণ পেয়েছেন ৩ লাখ ৮৯ হাজার tk

৮৮৬ জন ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উদ্যোক্তা।২০১৩ সালের একই সময় এ খাতে ঋণ বিতরণ হয় ৬২ হাজার ৪৭২ কোটি ৫৪ লাখ টাকা। গত বছরের তুলনায় এবার এসএমই ঋণ বিতরণ বেড়েছে।চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এসএমই খাতে ঋণ বিতরণ করা হয়েছে ১৭ হাজার ৬২৪ কোটি ৯৮ লাখ টাকা। গত এপ্রিল-জুন প্রান্তিকে এ খাতে ঋণ বিতরণ করা হয়েছিল ২৫ হাজার ২৫৫ কোটি ৪ লাখ টাকা।চলতি বছর ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর এসএমই খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৮৯ হাজার ৩০ কোটি ৯৪ লাখ টাকা।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone