বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শনিবার, এপ্রিল ২০, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » লিবিয়ায় ৫ মন্ত্রী সরকার থেকে পদত্যাগ

লিবিয়ায় ৫ মন্ত্রী সরকার থেকে পদত্যাগ 

libya ai

অনলাইন ডেস্ক : নিরাপত্তা নিশ্চিত ও অর্থনীতিকে গতিশীল করতে আলী জাইদানের সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে জাস্টিস অ্যান্ড কনস্ট্রাকশন পার্টি (জেসিপি)। এ কারণে মুসলিম ব্রাদার হুডের রাজনৈতিক সহযোগী এ দলের ৫ মন্ত্রী সরকার থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার জেসিপি পদত্যাগের ঘোষণা দেয়।

পদত্যাগকারী মন্ত্রীদের মধ্যে লিবিয়ার তেলমন্ত্রী আবদেলবারি আরুশিও রয়েছেন।

দলটি জানায়, লিবিয়ায় মোহাম্মদ গাদ্দাফি পতনের পর দেশটির পার্লামেন্ট ‘জাতীয় সাধারণ কংগ্রেসে’ অচলাবস্থা বিরাজ করছে।

নিজার কাওয়ান নামে জেসিপির এক সদস্য বলেন, জাইদিন সরকার দেশবাসীকে ও তেলক্ষেত্রগুলোতে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে। এ অবস্থায় আমাদের দল জাইদিন সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী এক মাস আগে সরকারের সমালোচনা করায় কিছু মন্ত্রীকে ছাঁটাই করার কথা বলেছিলেন। এ অবস্থায় জেসিপির ৫ মন্ত্রী পদত্যাগ করলেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone