বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » সততা আর ন্যায়পরায়ণতার সঙ্গেই ক্রিকেট খেলে গেছি

সততা আর ন্যায়পরায়ণতার সঙ্গেই ক্রিকেট খেলে গেছি 

স্পোর্টস ডেস্কঃ  আর কয়েক দিন বাদে বাজারে আসছে শচীনের আত্মজীবনী ‘প্লেইং ইট মাই ওয়ে।’ আর দশজন কিংবদন্তির মতো লিটল মাস্টারও তার বইয়ে কিছু চমকপ্রদ তথ্য দিয়েছেন। তার নিষ্কলুষ ক্রিকেট জীবনের একটু খাঁদ হয়ে আছে ২০০১ সালের সেই আফ্রিকা সফর। ওই সফরে আম্পায়ার মাইক ডেনিস তার ‍বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তুলেছিলেন
sachin
শচীন তার বইয়ে লিখেছেন, ‘ওই সময়টা আমার জন্য ভীষণ কঠিন ছিল। মাইক ডেনিসের কথায় আমি ব্যথিত, অপমানিত হয়েছিলাম।’
ক্রিকেটের প্রতি নিজের সততার কথা উল্লেখে করে শচীন লিখেছেন, ‘আমি কখনো এসব কাজ করিনি। আমি প্রতারক নই। সততা আর ন্যায়পরায়ণতার সঙ্গেই ক্রিকেট খেলে গেছি।’

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone