বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » টাঙ্গাইল জেলার সাংবাদিককে হত্যার চেষ্টা

টাঙ্গাইল জেলার সাংবাদিককে হত্যার চেষ্টা 

এই দেশ এই সময়, ঢাকাঃ বাংলা নিউজ মেইল অনলাইন পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ নাজমুল হুদা তালুকদারকে,তার নিজ জেলা টঙ্গাইলে হত্যা করার চেষ্টা করা হয়। তিনি টাঙ্গাইল জেলার আকুড় টাকুড় পাড়ার বাসিন্দা। বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে তিনি লেখালেখি করেন।

টাঙ্গাইলের রাজনৈতিক ক্ষমতাধারী খান পরিবারের সাথে দীর্ঘদিন থেকেই সাংবাদিক মোঃ নাজমুল হুদা তালুকদারের পরিবারের দন্দ লেগে আছে। তার চাচাতো ভাই শামীম তালুকদারকে রাজনৈতিক কারনে এই পরিবারের বড় ছেলে এবং বর্তমান ঘাটাইল থানার এমপি আমানুর রহমান খান রানা মেরে ফেলে। উপযুক্ত প্রমাণাদি থাকা সত্বেও তারা এই খুনের কোনো আইনগত ব্যবস্থা নিতে পারে নাই।

Najmul Huda Photo

মোঃ নাজমুল হুদা তালুকদার

সাংবাদিক মোঃ নাজমুল হুদা তালুকদার এই পরিবারের বিভিন্ন অপকর্মের কথা, বিভিন্ন সময় পত্রিকায় প্রকাশ করেন। তখন থেকেই সাংবাদিকের উপর চলছে নানা অত্যাচার। এর আগে গত কয়েক দিন আগে তাকে ঢাকা থেকে অপহরণ করে কুমিল্লায় নিয়ে যাওয়া হয়।

উধধার হওয়ার পর সাংবাদিকের কলম আর থেমে নেই। তিনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে, তার লেখা চালিয়ে গেছেন। সাম্প্রদায়িক দাঙ্গা,ধার্মিক অসহিষ্ণুতা এবং টাঙ্গাইল এর রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের আলোকে পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ করেন। তার এ প্রতিবেদনটি প্রকাশ পাওয়ার পর থেকে, তার জীবন এখন হুমকির মুখে পড়েছে। গত ৩রা জুলাই ২০১৩ ইং তারিখে তাকে হত্যা করার চেষ্টা চালানো হয়। তিনি টাঙ্গাইলের নিজ বাসার নিচে সন্ধ্যা ৬:৪৫ এর দিকে, বিদ্যুৎ না থাকায় হাটাহাটি করার জন্য বের হন। কিছুক্ষণ পর ৮/৯ জন অচেনা যুবক তাকে ডাক দেয়। তিনি তাদের কাছে যেতেই, তারা তাকে জোড় করে বড় পুকুড় পাড় ধড়ে নিয়ে যায়। সেখানে তারা তাকে এলোপাতাড়িভাবে চাপাতি, রড, চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করা শুরু করে। তার চিৎকারে এলাকার লোকজন একত্রিত হয়ে, যুবকদের ধাওয়া করে এবং তাকে রক্তাত্ব অবস্থায় পাশেই ঢাকা ক্লিনিকে ভর্তি করে। তারপর তাকে উপযুক্ত চিকিৎসা দেওয়া হয়।

তিনি এখন চিকিৎসাধীন অবস্খায় আছেন। তার পরিবার আতঙ্কের মধ্যে আছেন, তাকে নিয়ে। তাদের বক্তব্য, হামলাকারীরা সাংবাদিককে বাচতে দিবে না। তারা প্রশাসনের কাছে সাহায্য প্রার্থনা করছেন। প্রশাসন জানিয়েছে, তারা বিষয়টি ভালভাবে তদন্ত করে দেখবেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone