বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন খালেদা

জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন খালেদা 

full_1869457316_1390111979

প্রধান প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৯তম জন্মদিন উপলক্ষে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

শনিবার বেলা ১১টা ৩০ মিনিটে শেরেবাংলা নগরস্থ চন্দ্রিমা উদ্যানে জিয়ার মাজারে নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং জিয়ার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন খালেদা জিয়া। খালেদা জিয়ার পর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর মাজার প্রাঙ্গণে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টর্স অ্যাসোসিয়শন অব বাংলাদেশ (ড্যাব) ও জিসাস আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন খালেদা জিয়া।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে.জে.(অব.) মাহবুবুর রহমান, ড.আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, ডা. এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, আব্দুল মান্নান, অ্যাডভোকেট আহমেদ আযম খান, বিএনপির অর্থনৈতিক সম্পাদক আব্দুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, প্রচার সম্পাদক জয়নুল আবদীন ফারুক, সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. খোরশেদ মিয়া আলম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক গাজী মাযহারুল আনোয়ার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি রুহুল আমিন গাজী, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, নিলুফার চৌধুরী মনি, রাশেদা বেগম হীরা, রেহেনা আক্তার রানুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, ১৯৩৬ সালের এই দিনে বগুড়া জেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone