বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » ১৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন পেছাতে রাজি ইসি

১৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন পেছাতে রাজি ইসি 

election_intro

দেশে চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে প্রয়োজন হলে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ১৯ জানুয়ারি পর্যন্ত পেছাতে রাজি নির্বাচন কমিশন ইসি। এরপেছাতে পারবে না। আর সমঝোতা না হলে ৫ জানুয়ারিই নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অনড় ইসি। সেক্ষেত্রে বিএনপি ও জাতীয় পার্টি না এলেও আগের তারিখেই ভোট হবে।

সংবিধান অনুযায়ী সর্বশেষ কত তারিখ পর্যন্ত নির্বাচনের তারিখ পেছাতে পারবনে? -এমন প্রশ্নের জবাবে এক নির্বাচন কমিশনার পরিবর্তনকে এসব কথা জানান। ওই নির্বাচন কমিশনার বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমঝোতা হলে আইনের মধ্যে থেকে আমাদের ১৮-১৯ জানুয়ারি নির্বাচন করতে আমাদের আপত্তি নেই।”

প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে নেই। এখন জাতীয় পার্টিও সবদল নির্বাচনে না আসলে নির্বাচন করবে না। যদি রাজনৈতিক সমঝোতা না হয় তাহলেও কি ৫ জানুয়ারি নির্বাচন হবে? -এ প্রশ্নে তিনি বলেন, ”আইন অনুযায়ী আমাদের নির্বাচন করতেই হবে। রাজনৈতিক সমঝোতা না হলে নির্বাচনের তারিখ পরবর্তনের কোনো কারণ নেই।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। তফসিল অনুযায়ী, ৫ জানুয়ারি ভোটগ্রহণ। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই বাছাই ৫ ও ৬ ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone