বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » এরকম হার হতাশাজনকঃমুশফিক

এরকম হার হতাশাজনকঃমুশফিক 

স্পোর্টস ডেস্কঃ  ওয়ানডেতে বাংলাদেশের সর্বনিন্ম রান ৫৮। প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১১ বিশ্বকাপে আর দ্বিতীবার এ বছরের জুনে ভারতের বিপক্ষে।
শুক্রবার তৃতীয় সর্বনিন্ম রানের স্কোর করলো মুশফিকুর রহিমের দল। ৭০ রানে আটকে গেল টাইগাররা। প্রতিপক্ষ সেই ওয়েস্ট ইন্ডিজ।
শুক্রবার গ্রেনাডাতে ১৭৭ রানে পরাজয়ের পাশাপাশি ওয়ানডে সিরিজও খোয়াল বাংলাদেশ। অধিনায়ক মুশফিকুর রহিমের টানা তৃতীয় সিরিজ হার এটি।musfik

চলতি বছরে ওয়ানডেতে একটি ম্যাচেও জয় না পাওয়ায় বেশ কষ্টে দিন পার করছে বাংলাদেশ টিম। চাপে আছেন অধিনায়ক মুশফিকুর রহিমও।

শুক্রবারের ম্যাচ শেষে মুশফিকুর রহিম বলেন, ‘এরকম হার হতাশাজনক। সবচেয়ে হতাশাজনক বিষয় হচ্ছে আমাদের একজন খেলোয়াড়েরও মাঠে লড়াই করার মানসিকতা ছিল না।’ ম্যাচ নিয়ে মুশফিক বলেন, ‘আমি মনে করি বোলাররা তাদের কাজটুকু করেছে। ব্যাটিংয়ে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের কাছে এখনো একটি ম্যাচ আছে। সেই ম্যাচে ভালো করার সর্বাত্মক চেষ্টা থাকবে।’
চলতি বছরে একটি ওয়ানডেতেও জয় পায়নি বাংলাদেশ। ১১টি ম্যাচের ১১টিতেই পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে আনামুল-তামিমরা। নিজেদের উপর আত্মবিশ্বাস না থাকায় মাঠে পারফরম্যান্সও নেই টাইগারদের।
এ নিয়ে মুশফিক বলেন, ‘আত্মবিশ্বাস ও পারফরম্যান্স দুটি এক সঙ্গে কাজ করে। পরবর্তী ম্যাচ নিয়ে ইতিবাচক চিন্তা করে মাঠে নামাই শ্রেয়।’

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone