বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » নিবিড় পর্যবেক্ষণে ভাষাসৈনিক আবদুল মতিন।

নিবিড় পর্যবেক্ষণে ভাষাসৈনিক আবদুল মতিন। 

নিজস্ব প্রতিবেদকঃ  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন ভাষাসৈনিক আবদুল মতিন। মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে তার শরীরের ডান পাশ কর্মক্ষমতা হারিয়েছে। আবদুল মতিনের সহধর্মিণী গুলবদন নেসা মনিকা মোবাইলে মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে দ্য রিপোর্টকে বিষয়টি জানান।
তিনি বলেন, আবদুল মতিনের মস্তিষ্কে রক্ত জমাট বেধে আছে। চিকিৎসকরা পর্যবেক্ষণ করছেন। তার শারীরিক অবস্থার উপর নির্ভর করে অপারেশন করা হবে। তবে উনার শরীরের ডান পাশ কর্মক্ষমতা হারিয়েছে।

motin

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সি-ব্লকের ১০ম তলায় আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এই ভাষাসৈনিক।
মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে আবদুল মতিনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়।
এর আগে সোমবার দুপুরে ব্রেন স্ট্রোক করার পর রাজধানীর সাতমসজিদ রোডের সিটি হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone