বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ইকুয়েডর দূতাবাস ছাড়বেন অ্যাসাঞ্জ

ইকুয়েডর দূতাবাস ছাড়বেন অ্যাসাঞ্জ 

ডেস্ক রিপোর্টঃ উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ জানিয়েছেন তিনি শিগগিরই লন্ডনস্থ ইকুয়েডরের দূতাবাস ছাড়তে যাচ্ছেন। তবে ঠিক কবে নাগাদ দূতাবাস ছাড়বেন তা স্পষ্ট করে জানাননি তিনি। খবর বিবিসির।
সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি নিশ্চিত করে বলছি, শিগগিরই এই দূতাবাস ছাড়ছি।’
দুই বছর দূতাবাসটিতে থাকার পর শারীরিক চিকিৎসার জন্য তিনি বের হতে চাইছেন বলে বিভিন্ন গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

asanj

যুক্তরাজ্যের একটি পত্রিকা জানিয়েছে, অ্যাসাঞ্জ বর্তমানে হার্টের সমস্যায় ভুগছেন।ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী রিকার্ডো প্যাটিনো জানিয়েছেন, অ্যাসাঞ্জকে সুইডেনে যৌন হয়রানির অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এ অবস্থায় তাকে নিরাপত্তা দেওয়ার বিষয়টি অব্যাহত রাখার প্রস্তাব দেওয়া হবে।

অ্যাসাঞ্জের দূতাবাস ছাড়ার বিষয়ে তিনি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানিয়েছেন।
৪৩ বছর বয়সী অ্যাসাঞ্জের বিরুদ্ধে সুইডেনে দুই নারীকে যৌন হয়রানির অভিযোগে মামলা রয়েছে। অবশ্য অ্যাসাঞ্জ তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
ওই ঘটনার পর ২০১২ সালের জুন থেকে লন্ডনস্থ ইকুয়েডরের দূতাবাসে অবস্থান করছেন তিনি। একই বছরের আগস্টে ইকুয়েডর দূতাবাস তাকে কূটনৈতিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে।
ইরাক ও আফগানিস্তান যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অনেক গুরুত্বপূর্ণ নথি প্রকাশ করার পর থেকে তাকে আটকে চেষ্টা চালাচ্ছে দেশটি। দূতাবাস থেকে বের হওয়ার পর তাকে আটক করা হতে পারে বলে আশঙ্কা রয়েছে।
প্রসঙ্গত, কয়েক বছর আগে বিশ্বের বিভিন্ন দেশের গোপন নথি প্রকাশ করে দুনিয়াজুড়ে হৈচৈ ফেলে দেয় অ্যাসাঞ্জের উইকিলিকস। এর পরেই তার ওপর নজরদারি শুরু করে বিভিন্ন দেশের সরকার।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone