বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » বঙ্গবন্ধু ছিলেন অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার মহানায়ক : নাসিম

বঙ্গবন্ধু ছিলেন অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার মহানায়ক : নাসিম 

সিরাজগঞ্জ প্রতিনিধি,এইদেশ এইসময়: ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার মহানায়ক।
৭৫ পরবর্তী সময়ে জাতির জনক ও তার পরিবারকে হত্যা করে দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার চেষ্টা হয়েছিল। কিন্তু জাতির জনকের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবারো বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে পরিণত করা হয়েছে।’

nasim
রোববার সকালে সিরাজগঞ্জে জন্মাষ্টমীর র‌্যালি ও শোভাযাত্রা উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিম। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে র‌্যালির উদ্বোধন করেন পূজা উৎযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট বিমল কুমার দাশ।

সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুকুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিনা বেগম স্বপ্না এমপি, জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার এস এম এমরান হোসেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সহসভাপতি সিরাজুল ইসলাম খান, আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া ও পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সন্তোষ কানুসহ অনেকে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone