বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » মঙ্গলবারই কাদের মোল্লার মৃত্যুদন্ড কার্যকর!

মঙ্গলবারই কাদের মোল্লার মৃত্যুদন্ড কার্যকর! 

Kader-mollah

মঙ্গলবারই কাদের মোল্লার মৃত্যুদন্ড কার্যকর! মানবতা বিরোধী অপরাধের মামলায় কাদের মোল্লার ঘোষিত ফাঁসির রায় মঙ্গলবার রাতে কার্যকর করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আর কারাকর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে আব্দুল কাদের মোল্লাকে মৃত্যুদন্ডের পরোয়ানা পড়ে শোনানো হয়েছে। সকল কার্যক্রম সম্পন্ন করে প্রস্তুত রয়েছে কারাকর্তৃপক্ষ।

সরকারের নির্দেশ আসা মাত্রই মৃত্যুদন্ড কার্যকর করবে তারা। সূতে জানা যায়, মঙ্গলবার আব্দুল কাদের মোল্লার সাথে তার আইনজীবী ও পরিবারের সদস্যরা শেষবারের মতো সাক্ষাত করবেন। পরিবারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, কাদের মোল্লা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন না। তবু কারাকর্তৃপক্ষ শেষবারের মতো কাদের মোল্লার কাছ থেকে এ বিষয়টি জেনে নিয়েছে। তিনি প্রাণ ভিক্ষার আবেদনের প্রস্তাব নাকচ করে দিয়েছেন। মঙ্গলবার আব্দুল কাদের মোল্লার ফাসিঁ কার্যকর করার আশঙ্কা থেকেই জামায়াতে ইসলামী মঙ্গলবার ফের হরতাল আহ্বান করেছে।

সোমবার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ হরতাল ঘোষণা করেন। বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম, সরকার তার ষড়যন্ত্র বাস্তবায়ন করার অপচেষ্টা চালানো থেকে বিরত থাকবে। কিন্তু ইতোমধ্যেই বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ও বিভিন্ন মহলে ব্যাপক আলোচিত হচ্ছে সরকার দ্রুত আব্দুল কাদের মোল্লার রায় কার্যকর করতে চায়।

এমনকি মঙ্গলবার রাতেও এ রায় কার্যকর হতে পারে বলে বিভিন্ন মহলে আলোচনা করা হচ্ছে।’ এসময় শান্তিপূর্ণভাবে হরতাল পালনের জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সুপরিকল্পিতভাবে জনাব আব্দুল কাদের মোল্লাকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে আমি আগামীকাল ১০ ডিসেম্বর, মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হচ্ছি।’

এর আগে সোমবার দুপুরে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম জানিয়েছিলেন ‘সরকার চাইলে যেকোন দিন যেকোনো সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার রায় কার্যকর করা হবে।’ মাহবুবে আলম বলেন, ‘কাদের মোল্লার বিরুদ্ধে আপিল বিভাগের রায়টি জেল কর্তৃপক্ষকে অবগত করানো হয়েছে। সরকার জেল কর্তৃপক্ষকে যখন এই দণ্ডাদেশ কার্যকর করার জন্য নির্দেশ প্রদান করবেন তখনই এটা কার্যকর হবে।’

উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির দণ্ডাদেশ দিয়ে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের ঘোষিত ৭৯০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। রোববার এ রায়ের কপি ট্রাইব্যুনালে হস্তান্তর করা হলে ট্রাইব্যুনাল মৃত্যু পরোয়ানা জারি করেন। এ পরোয়ানা এর মধ্যেই কেন্দ্রীয় কারাগারেও পাঠানো হয়েছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone