বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জানা-অজানা » দুধের বদলে বিয়ার

দুধের বদলে বিয়ার 

biber

অনলাইন ডেস্কঃ  ‘ওয়াইন বিবার’ নামে খ্যাত চীনের দুই বছরের একটি শিশুর সকালে উঠেই তার কান্না এক বোতল বিয়ারের জন্য। আর দুপুরে খাওয়ার পর আবার চাই biberএকটু ওয়াইন! শুনে অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। এইটুকুন একটা বাচ্চা দুধের বদলে বিয়ার খায়!

ঘটনাটি হল, চিং চিং নামের এই শিশুটি দুধ খেতে চায় না। দুধ খেলে নাকি তার পেট, মন কিছুই ভরে না। এক বোতল বিয়ার সে নাকি অনায়াসেই খেয়ে ফেলে। নেশা করেও তার পা একটুও টলমল করে না্ দিব্যি ছুটে বেড়ায় গোটা বাড়ি।

মাত্র দশমাস বয়সেই নাকি প্রথম চেখে দেখেছিল ওয়াইন। তারপর থেকেই সে দুধ ছেড়ে অ্যালকোহলের প্রেমে পড়ে যায়। বাড়িতে খাবার টেবিলের উপর রাখা ছিল সেই ওয়াইনের বোতল। মার কাছে সেই বোতল হাতে নেওয়ার বায়না ধরে চিং চিং। তখন সে ওয়াইন খেয়েছিল নিজের অজান্তেই। কিন্তু এখন সে খায় জেনে বুঝেই।

তার মা-বাবা বলেন, ‘ছেলে এতো জেদি যে বারণ করলেও কথা শোনেনা। ওয়াইন বা বিয়ার কিছু একটা না দিলে সে কোনও খাবারই খেতে চায় না।’ ছেলের ভয়ে বিয়ার, ওয়াইনের বোতল প্রায় বাড়িতে লুকিয়ে রাখা হয়। তবুও রক্ষে নেই।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone