বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » প্রযুক্তি » ২৫ মার্কিন ডলার মূল্যের স্মার্টফোন আনছে ফায়ারফক্স!!

২৫ মার্কিন ডলার মূল্যের স্মার্টফোন আনছে ফায়ারফক্স!! 

firefox

প্রযুক্তি ডেস্কঃ  ভারত এবং চিনের মতো উন্নয়নশীল দেশগুলিকে টার্গেট করেই মাত্র ২৫ মার্কিন ডলারে ফোন বাজারে আনছে ফায়ারফক্স ওয়েব ব্রাউজারের নির্মাতা কম্পাfirefoxনি মোজিলা ফায়ারফক্স।শুধুমাত্র দুই হাজার ২০০ টাকায় পাওয়া যাবে মোজিলা ফায়ারফক্সের এই স্মার্টফোনটি।
ফেব্রুয়ারিতে বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে মোজিলা ২৫ মার্কিন ডলার মূল্যের স্মার্টফোন বাজারে আনা সম্ভব বলে জানিয়েছিল। ফায়ারফক্স অপারেটিং সিস্টেম ডিভাইসটি গুগলের অ্যান্ড্রয়েড এবং মাইক্রোসফটের উইন্ডোজ প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতায় নামছে।আর তাই হয়ত হ্যান্ডসেট নির্মাণকারী ইনটেক্স এবং স্পাইসের সঙ্গে হাত মিলিয়েছে মোজিলা ফায়ারফক্স।
মোজিলার চিফ অপারেটিম অফিসার লি গং জানিয়েছেন, ‘মানুষের হাতে ওয়েব দুনিয়ার পুরো ক্ষমতা তুলে দিতে মোজিলা বদ্ধপরিকর। আর ফায়ারফক্স ওএস উপভোক্তা, ডেভেলপার, মোবাইল প্রোভাইডার এবং ম্যানুফ্যাকচারারদের মালিকানাভিত্তিক প্ল্যাটফর্মের সীমাবদ্ধতা এবং নিষেধাজ্ঞা থেকে মুক্ত করবে।’
আবার স্পাইসের কো-ফাউন্ডার এবং সিইও দিলীপ মোদি এই অংশীদারত্ব নিয়ে খুবই আশাবাদী। বলেন, ‘এই স্মার্টফোনের দাম সবার নাগালের মধ্যে, আমরা চাই, প্রত্যেকেই ফায়ারফক্সের ওএস ব্যবহার করে দেখুক ও জানুক।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone