বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » প্রযুক্তি » অপারেটরদের সিমে কর প্রত্যাহারের দাবি

অপারেটরদের সিমে কর প্রত্যাহারের দাবি 

sim-cards005

প্রযুক্তি ডেস্কঃ  প্রস্তাবিত বাজেটে সিম কার্ডের ওপর নির্ধারিত ৩০০ টাকা ও প্রতিস্থাপিত সিমে ১০০ টাকা কর প্রত্যাহারের দাবি জানিয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন sim-cards005অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)। যদিও বাজেটের আগ থেকেই সিম কার্ডের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের দাবি তুলেছিল অ্যামটব।

বুধবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় অ্যামটব। প্রস্তাবিত এই শুল্কের ফলে গ্রাহকরা দুর্ভোগে পড়বেন বলে মনে করছেন তারা।

গত বৃহস্পতিবার সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিম কার্ডের ওপর নির্ধারিত ৩০০ টাকা ও প্রতিস্থাপিত সিমে ১০০ টাকা কর নির্ধারণের প্রস্তাব করেন। এর প্রতিক্রিয়ায় এই প্রথম আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায় মোবাইল অপারেটররা।

সংবাদ সম্মেলনে অ্যামটব মহাসচিব টি আই এম নুরুল কবির, রবির চিফ আপরেটিং অফিসার মাহবুব উদ্দিন আহমেদসহ আরও উপস্থিত ছিলেন- গ্রামীণফোনের পরিচালক ইশতিয়াক হাসান চৌধুরী, এয়ারটেলের চিফ অব করপোরেট অ্যাফেয়ার্স আশরাফ এইচ চৌধুরী, বাংলালিংকের ভারপ্রাপ্ত চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) শামসুদ্দিন আহমেদ ও সিটিসেলের ডেপুটি জেনারেল ম্যানেজার অব করপোরেট অ্যাফেয়ার্স নিশাদ আলী খান।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone