বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ভারতে বিচারপতির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

ভারতে বিচারপতির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ 

ganguli

অনলাইন ডেস্ক : অশোক কুমার গাঙ্গুলির পর এবার স্বতন্ত্র কুমার। সুপ্রিম কোর্টের এ অবসরপ্রাপ্ত বিচারপতির বিরুদ্ধে ইন্টার্ন হিসেবে কাজ করার সময় যৌন হেনস্থার অভিযোগ আনলেন কলকাতা আইন বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্রী। এ বিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পি সদাশিবমের কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন তিনি।
ইন্টার্নকে যৌন হেনস্থার অভিযোগের জেরে গত সোমবার রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন অশোক কুমার গাঙ্গুলি। দেশজোড়া এ বিতর্কের অবসান হতে না হতেই সামনে এলো আরেক চাঞ্চল্যকর ঘটনা। এবার সুপ্রিম কোর্টের আরেক অবসরপ্রাপ্ত বিচারপতি স্বতন্ত্র কুমারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন এক ইন্টার্ন।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পি সদাশিবমের কাছে গত মাসে লিখিত অভিযোগও জানিয়েছেন কলকাতা আইন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ওই ইন্টার্ন।
সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী তার অভিযোগে ওই ইন্টার্ন জানিয়েছেন, ২০১১ সালের মে মাসে ইন্টার্ন হিসেবে কাজ করার সময় তাকে যৌন হেনস্থা করেন স্বতন্ত্র কুমার। সে সময় স্বতন্ত্র কুমার সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন। ঘটনার জেরে তিনি এতটাই বিধ্বস্ত হয়ে পড়েন যে মাঝপথেই ইন্টার্নশিপ ছেড়ে দিতে বাধ্য হন। অশোক কুমার গাঙ্গুলির ঘটনা প্রকাশ্যে আসার পরই তিনি এ বিষয়ে শীর্ষ আদালতে অভিযোগ জানানোর সাহস পান।
অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন অতিরিক্ত সলিসিটর জেনারেল ইন্দিরা জয়সিং। আদালত সূত্রের খবর অনুযায়ী, এ বিষয়ে ওই তরুণীকে যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে শীর্ষ আদালত বিষয়টির তদন্ত করলে তা সামাজিকভাবে ইতিবাচক হবে বলেই মনে করেন ইন্দিরা জয়সিং। অশোক কুমার গাঙ্গুলির ঘটনায় সদ্যই তোলপাড় হয়েছে দেশ। তার রেশ মিটতে না মিটতেই সুপ্রিম কোর্টের আরেক অবসরপ্রাপ্ত বিচারপতির বিরুদ্ধেও উঠলো একই রকমের যৌন হেনস্থার অভিযোগ। পরপর এ দুটি ঘটনা কাজের জায়গায় মহিলাদের নিরাপত্তা নিয়ে যে নতুন করে প্রশ্ন তুলে দিল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone