বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » মাশরাফির পঞ্চম না ইমরুলের তৃতীয়

মাশরাফির পঞ্চম না ইমরুলের তৃতীয় 

1676464817_Untitled-2

বিপিএলের ইতিহাসে সর্বকালের সেরা ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। বৃহস্পতিবার মিরপুরে সন্ধ্যা সাড়ে ছয়টায় মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নবম আসরের ফাইনাল নিয়ে চলছে চূল চেরা বিশ্লেষন।

কার ঘরে যাবে কোটি টাকার শিরোপা? মাশরাফির পঞ্চম নাকি ইমরুলের তৃতীয়! এই প্রশ্নের উত্তর খুঁজতে হিমশিম খাচ্ছে ভক্তরা। তবে এবারের ফাইনালটা, যেন মাশরাফি বিন মর্তুজা বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যেই হতে হচ্ছে।

বিপিএলের ইতিহাসে ফাইনালে উঠে কখনই হারেনি বর্তমান চ্যাম্পিয়ন ভিক্টোরিয়ান্সরা। মাশরাফিও বিপিএলের ফাইনাল থেকে ফেরেনি শূন্য হাতে। ইতিহাসে সেরা সফল অধিনায়ক মাশরাফি। আর সফল দল কুমিল্লা। ক্রিকেটের ২২ গজের লড়াই এখন মনস্তাত্ত্বিক যুদ্ধে রূপ নিয়েছে।

দীর্ঘ এক মাসের বেশি সময় দেশের তিনটি ভেন্যূ ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মাতিয়েছে বিপিএল টি-টোয়েন্টি। এবার ফাইনালের মধ্য দিয়ে সমাপ্তির পথে। তবে ক্রিকেট ভক্তরা যে, বিপিএলের ইতিহাসে সর্বকালের সেরা ফাইনাল দেখতেই যাচ্ছে, তাতে কোন সন্দেহ নেই।

নবম আসরের শিরোপার লড়াইয়ে আগে বেশ স্নায়ুর চাপে ভুগছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মাঠে ভালো খেললেই শিরোপা জেতা যায় না। ব্যাট-বলের লড়াইয়ের সাথে মনস্তাত্ত্বিক যুদ্ধেও জিততে হয়। নিশ্চিত ভাবে ফাইনালে যে যুদ্ধে এগিয়ে থাকবে সিলেট।

প্রথম কোয়ালিফাইয়ারে নিজেদের ভুলে কুমিল্লা বিপক্ষে হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে ঠিকই মনস্তাত্ত্বিক যুদ্ধেও রংপুরকে হারিয়ে ফাইনালে উঠেছে মাশরাফির সিলেট। মাঠে প্রতিপক্ষের মনোবলকে কী ভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়া যায়, সেটা মাশরাফির চেয়ে কেউ ভালো জানে না।

গ্রুপ পর্বে অসাধারণ পারফরম্যান্স করেই পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ফাইনাল খেলতে দুই দল। তারকায় ঠাসা কুমিল্লার বিপক্ষে দেশি তারকাদের নিয়ে শিরোপা জিততে মরিয়া মাশরাফি। প্রথম কোয়ালিফাইয়ারে কুমিল্লার বিপক্ষে হারলেও দ্বিতীয় কোয়ালিফাইয়ারে ঠিকই শক্তিশালী রংপুরকে উড়িয়ে দিয়ে ফাইনালে মাঠে নামছে।

বিপিএলের ইতিহাসে ক্যাপ্টেন ফ্যান্টস্টিক মাশরাফি ঢাকার হয়ে দুইবার,কুমিল্লার হয়ে একবার ও রিংপুরের হয়ে চতুর্থবার শিরোপ ছুঁয়েছেন। সেখানে ম্যাশকে নিয়ে তিনবার বিপিএল জিতেছে কুমিল্লা। তবে সিলেট এখনও শিরোপা জিতিয়েই থামবেন মাশরাফি। তাই ফাইনালে দুই দলই সেরা উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামবে।

সিলেট একাদশ: তৌহিদ হৃদয়, নাজমুল হাসান শান্ত, জাকির হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), থিসারা পেরেরা, রায়ান বার্ল, জর্জ লিন্ডে, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), লুক উড, রুবেল হোসেন, তানজিম হাসান সাকিব।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন দাস, সুনীল নারিন, জনসন চার্লস, ইমরুল কায়েস (অধিনায়ক), জাকের আলি, মঈন আলি, মোসাদ্দেক হোসেন, আন্দ্রে রাসেল, তানভীর ইসলাম, মুকিদুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone