বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » গুজরাট ভোট: জয়ের লিখিত ভবিষ্যদ্বাণী করলেন কেজরিওয়াল

গুজরাট ভোট: জয়ের লিখিত ভবিষ্যদ্বাণী করলেন কেজরিওয়াল 

194600kejriwalJPG800x483

ভারতের গুজরাটের আসন্ন বিধানসভা নির্বাচনে জিতে আম আদমি পার্টি (আপ) সরকার গঠন করবে বলে দাবি করেছেন দলটির প্রধান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রবিবার এক সভায় লিখিত এ বক্তব্য দেন তিনি।

সুরাটে ভাষণ দেওয়ার সময় আপের জাতীয় আহ্বায়ক কেজরিওয়াল বলেন, দিল্লি ও পাঞ্জাবের বিধানসভা নির্বাচনের আগে দেওয়া তাঁর ভবিষ্যদ্বাণী সত্য হয়েছিল। গুজরাটের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে।

বিজ্ঞাপন

আপ নেতা দাবি করেন, লোকে এখন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) এতটাই ভয় পায় যে তারা বিধানসভা নির্বাচনে আপকে সমর্থনের কথা প্রকাশ্যে স্বীকার করতে শঙ্কিত।

কেজরিওয়াল বলেন, ‘আমি আপনাদের সবার সামনে লিখিতভাবে একটি ভবিষ্যদ্বাণী করতে যাচ্ছি—গুজরাটে আপ সরকার গঠন করতে যাচ্ছে। ২৭ বছরের অপশাসনের পর গুজরাটের অধিবাসীরা এই লোকদের (বিজেপি) থেকে স্বস্তি পাবে। ’ এরপর তিনি একটি কাগজে তাঁর ভবিষ্যদ্বাণী লিখে গণমাধ্যমকর্মীদের দেখান।

কেজরিওয়াল দাবি করেন, ‘বিজেপি হারার শঙ্কায় আছে আর কংগ্রেস নির্বাচনে জেতার অবস্থানেই নেই। ২৭ বছরের মধ্যে এই প্রথম বিজেপি এতটা চাপে। আপনি রাস্তায় বের হয়ে জনগণকে জিজ্ঞাসা করুন, তারা কাকে ভোট দেবে। তারা হয় আপ বা বিজেপির নাম বলবে। তবে যারা বলে তারা বিজেপিকে ভোট দেবে, পাঁচ মিনিট পরই দেখবেন তারা এবং তাদের পুরো মহল্লা ঝাড়ু মার্কায় (আপের প্রতীকে) ভোট দিচ্ছে। ’

কেজরিওয়াল আরো বলেন, জনগণের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে, সবাই আপকে ভোট দিতে বিজেপিকে ত্যাগ করছে।

তিনি দাবি করেন, ‘আমরা অনেক রাজ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। কিন্তু গুজরাট হচ্ছে প্রথম রাজ্য, যেখানে লোকেরা কাকে ভোট দেবে, তা ঘোষণা করতে ভয় পায়। ’

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone