বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শনিবার, এপ্রিল ২০, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » ভারতে এখন মরগ্যানের মতো সাহসী অধিনায়ক প্রয়োজন : নাসের

ভারতে এখন মরগ্যানের মতো সাহসী অধিনায়ক প্রয়োজন : নাসের 

\220347naser

আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল ব্যর্থতায় পর্যবাসিত হলো। ইংল্যান্ডের কাছে সেমিফাইনালে ১০ উইকেটের লজ্জার হারে তারা ছিটকে যায়। এরপর ভারতের টি-টোয়েন্টি দলটি পুনর্গঠনের চিন্তা করা হচ্ছে। সিনিয়র ক্রিকেটারদের ছেঁটে ফেলা হতে পারে।

বিজ্ঞাপন

সাবেক ইংলিশ ক্রিকেটার নাসের হুসেন মনে করেন যে, ভারতের পারফর্মেন্সে উন্নতি ঘটাতে হলে ইয়ন মরগ্যানের মতো অধিনায়ক প্রয়োজন।

একটি টক শোতে নাসের হুসেন বলেছেন, ‘ভারতীয় দলে ইয়ন মরগ্যানের মতো একজন অধিনায়ক প্রয়োজন, যিনি খেলোয়াড়দের  নির্ভয়ে ক্রিকেট খেলার সুযোগ দেবেন। তিনি খেলোয়াড়দের বলে থাকেন, মাঠে গিয়ে ২০ ওভারে যতটা সম্ভব মারতে হবে। আইপিএলে যেভাবে ব্যাটিং দেখা যায়, সেভাবে খেলতে হবে। শুধু দেশের কথা ভাবুন, এবং অন্যরা কী বলে সেটা নিয়ে চিন্তা করবেন না। ১২০ রানে অল-আউট হলেও লড়াই করার আত্মবিশ্বাস থাকতে হবে। ‘

অধিনায়ক হিসেবে মরগ্যান ওয়ানডে বিশ্বকাপ জিতিয়েছেন ইংল্যান্ডকে। তার প্রিয়বন্ধু জস বাটলার এবার জেতালেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। দুজনের অধিনায়কত্বই একইরকম- আক্রমণাত্বক। নাসের আরও বলেন, ‘ভারত কাগজে কলমে বড় একটা শক্তি। কিন্তু তারা এখনও টপ অর্ডারে পুরানো ব্যাটিং স্টাইলে খেলে।  একটি বড় টুর্নামেন্টেের সেমিফাইনালে ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৬ রান তোলা মেনে নেওয়া যায় না। হার্দিক না থাকলে তো এই স্কোরও হতো না।  এটা খেলোয়াড়দের সমস্যা নয়, মানসিকতা আর দৃষ্টিভঙ্গির বিষয়। ‘

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone