বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » দলের দুর্দিনে আবারও ধোনিকে চায় ভারতীয় বোর্ড

দলের দুর্দিনে আবারও ধোনিকে চায় ভারতীয় বোর্ড 

185400dhonni

ভারতকে দুটি বিশ্বকাপ এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। অধিনায়ক হিসেবে বিশ্বসেরাদের একজন। অত্যন্ত ঠাণ্ডা মাথায় মাঠে নেতৃত্ব দিতেন। সেই মহেন্দ্র সিং ধোনিকেই আবারও ফেরত চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বিজ্ঞাপন

দেশটির গণমাধ্যম জানাচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারত ছিটকে যাওয়ার পরে মহেন্দ্র সিংহ ধোনির দ্বারস্থ হয়েছে বিসিসিআই। দলের পুনর্গঠনে ধোনিকে নাকি বড় কোনো দায়িত্ব দেওয়া হতে পারে।

বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে ভারতের একটি সংবাদপত্র দাবি করেছে, ধোনিকে টি-টোয়েন্টি দলের ডিরেক্টরের দায়িত্ব দেওয়া হতে পারে। সেটা কয়েক মাস কিংবা কয়েকটি সিরিজের জন্য নয়, লম্বা সময়ের জন্য।  বিশ্বকাপে ভারতের খেলা দেখে বিসিসিআইয়ের মনে হয়েছে, এক সঙ্গে তিনটি ফরম্যাটে কোচিং করাতে গিয়ে রাহুল দ্রাবিড়ের ওপর চাপ বাড়ছে। সেই চাপ কমাতেই নাকি ধোনিকে দেওয়া হবে নতুন দায়িত্ব। যদিও বিসিসিআই বা ধোনি এখনো এ বিষয়ে মন্তব্য করেননি।

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী ধোনির সাদা বলের ক্রিকেটে যে কতটা দক্ষ- সেটা সবার জানা। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়ক হিসেবে বিশ্বকাপ ছাড়াও ৪ বার আইপিএল জিতেছেন ধোনি।  চলতি মাসের শেষ সপ্তাহে বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের সভা আছে। সেখানে এই প্রস্তাব নিয়ে আলোচনা হবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর ছিলেন ধোনি। যদিও সেই বিশ্বকাপে কিছুই করতে পারেনি ভারত। টুর্নামেন্ট শুরুর মাত্র এক সপ্তাহ আগে দায়িত্ব দেওয়া হয়েছিল ধোনিকে। স্বল্প সময়ে বড় কিছু করা সম্ভব নয়। তাই এবার নাকি লম্বা সময়ের জন্যই ধোনিকে চায় বিসিসিআই।  সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া বিশ্বকাপেও ভারত সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে। এরপর চলছে তীব্র সমালোচনা। দায়ী করা হচ্ছে আইপিএলকেও।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone