বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » হজ ক্যাম্পে আসতে শুরু করেছে হজযাত্রীরা

হজ ক্যাম্পে আসতে শুরু করেছে হজযাত্রীরা 

664048_137

হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইটের জন্য প্রস্তুত আশকোনার হজ ক্যাম্প। ক্যাম্পের বাইরে যাত্রীদের জন্য সারিবদ্ধভাবে প্রস্তুত রয়েছে নির্ধারিত বাস। এরই মধ্যে ক্যাম্পে আসতে শুরু করেছেন হজযাত্রীরা।৪ জুন (শনিবার) রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে গিয়ে এমন চিত্র দেখা যায়।রোববার (৫ জুন) সকাল ৯টায় ৪১৫ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে।এদিকে, হজযাত্রীদের সার্বিক সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে ক্যাম্প।  আইনশৃঙ্খলা রক্ষায় একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প বসিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা জোন। এছাড়াও সার্বিক শৃঙ্খলার কাজে নিয়োজিত আছে রোভার স্কাউট ও আঞ্জুমানের সদস্যরা।অস্থায়ী পুলিশ ক্যাম্পের ডিউটি অফিসার সুমন পারভেজ বলেন, উত্তরা জোনের পক্ষ থেকে অস্থায়ী পুলিশ ক্যাম্পে সার্বিক নিরাপত্তার জন্য ১৭টি পোস্টে প্রায় ১০০ কর্মকর্তা ও সদস্য নিয়োজিত আছেন।এছাড়াও দোতলায় কার্যক্রম চালাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল সেন্টার ও বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংকের হজ বুথ।হজ অফিসের পরিচালক যুগ্মসচিব মো. সাইফুল ইসলাম বলেন, এরই মধ্যে শনিবার দুপুর পর্যন্ত ১০০ জনের মতো হজযাত্রী এসেছেন ক্যাম্পে। যারা ঢাকার, তারা তো আর এতো আগে এসে ক্যাম্পে অবস্থান করবেন না। এজন্য তেমন চাপ নেই।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone