বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » র‌্যাব তৈরি করেছে আমেরিকান ও ব্রিটিশরা : পররাষ্ট্রমন্ত্রী

র‌্যাব তৈরি করেছে আমেরিকান ও ব্রিটিশরা : পররাষ্ট্রমন্ত্রী 

094813fm_momen

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গতকাল শুক্রবার সুনামগঞ্জের দিরাইয়ে সাংবাদিকদের বলেছেন, ‘র‌্যাব তৈরি করেছে আমেরিকান ও ব্রিটিশরা। কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে হবে, কিভাবে তদন্ত করতে হবে—এসবের প্রশিক্ষণ তাদের যুক্তরাষ্ট্র দিয়েছে। ’

এ সময় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন ব্রিটিশ শাসিত জিব্রালটারের বাণিজ্য, পর্যটন ও বন্দরবিষয়ক মন্ত্রী বিজয় দারিয়ানানী, কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের প্রধান নির্বাহী সামান্থা কোহেন।

আব্দুল মোমেন বলেন, ‘র‌্যাব কাজকর্মে অত্যন্ত দক্ষ।

বিজ্ঞাপন

তারা দুর্নীতিগ্রস্ত নয়। এ জন্যই র‌্যাব জনগণের আস্থা অর্জন করেছে। তাদের কারণেই দেশে সন্ত্রাসী কমেছে। হলি আর্টিজানের পর আর কোনো সন্ত্রাসী তৎপর হয়নি। এটা সম্ভব হয়েছে র‌্যাবের কারণে। স্বয়ং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সেটা স্বীকার করেছে। ’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কিছু লোক আছে, যারা আইন-শৃঙ্খলা ভালো থাকা পছন্দ করে না, যারা সন্ত্রাস পছন্দ করে কিংবা মাদক পছন্দ করে, তারাই র‌্যাবকে পছন্দ করে না। কারণ র‌্যাব তাদের বিরুদ্ধে কাজ করে। তাই র‌্যাবের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। ’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “যুক্তরাষ্ট্র বলেছে, বাংলাদেশে ১০ বছরে ৬০০ জন ‘মিসিং’ (নিখোঁজ) হয়েছে। আর যুক্তরাষ্ট্রে প্রতিবছর এক লাখ মানুষ ‘মিসিং’ হয়। এর দায় কে নেবে? আমাদের দেশে যারা মিসিং হয়, তারা পরে ফিরে আসে। তথ্য যাচাই-বাছাই না করে, বড় বড় বিদেশি লোক যাঁরা না জেনে অভিযোগ করেছেন, আমরা তাঁদের বলতে চাই, বাংলাদেশে আসেন, দেখেন, কথা বলেন। সত্য ঘটনা উদঘাটন করেন, পরে ব্যবস্থা নেন। ”

মন্ত্রী বলেন, র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দুঃখজনক। যুক্তরাষ্ট্র একতরফা তথ্য পেয়েছে। বিষয়টি তাদের জানাব। তিনি আরো বলেন, ‘দুটি ক্ষেত্রে র‌্যাব অন্যায় করেছিল, সেগুলোর জুডিশিয়াল প্রক্রিয়ায় বিচার হয়েছে। জড়িতদের শাস্তিও হয়েছে। ’

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone