বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » জিয়া ও এরশাদ রেলপথ ধ্বংস করেছেন : রেলমন্ত্রী

জিয়া ও এরশাদ রেলপথ ধ্বংস করেছেন : রেলমন্ত্রী 

161311sujon-rail

জিয়াউর রহমান ও এরশাদ সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন সময়ে রেলপথ ধ্বংস করেছেন বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি রেলস্টেশন আধুনিক করার কাজ হাতে নিয়েছে।

আজ শুক্রবার সকালে নেত্রকোনায় রেলওয়ে স্টেশনের যাত্রী সুবিধা বাড়াতে প্ল্যাটফর্ম উঁচুকরণ, স্টেশন বিল্ডিং রিনোভেশন, এক্সেস কন্ট্রোল এবং প্ল্যাটফর্ম শেড নির্মাণ কাজের উদ্বোধনের সময় তিনি এ কথা জানান।

বাংলাদেশ রেলওয়ে মহাব্যবস্থাপক (পূর্ব) জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, একসময় বাংলাদেশে ৩০০০ কিলোমিটার রেলপথ ছিল। পরে জিয়াউর রহমান ও এরশাদ সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন সময় এ রেলপথ ধ্বংস করে দিয়েছেন। বর্তমান সরকার এ রেলপথকে সচল করার জন্য প্রতিটি স্টেশনকে আধুনিক করার কাজ হাতে নিয়েছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone