বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » পিএসজিতে মেসির অভিষেক ম্যাচের টিকিট ১০ দিন আগেই শেষ

পিএসজিতে মেসির অভিষেক ম্যাচের টিকিট ১০ দিন আগেই শেষ 

প্রায় দেড় যুগের সম্পর্ক ছিড়ে ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে যোগ দিয়ে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিলেন  লিওনেল মেসি। এর মাঝে দুই সপ্তাহ পেরিয়ে গেলেও প্যারিসিয়ানদের হয়ে মাঠে নামা হয়নি তার। ক্লাবটিতে যোগ দেয়া থেকে শুরু করে মেসির অভিষেক ম্যাচ নিয়ে ভক্তদের আগ্রহের মাত্রা বেশ তুঙ্গে।কবে প্রথমবারের মতো পিএসজির জার্সিতে ম্যাচ খেলতে নামবেন আর্জেন্টাইন অধিনায়ক এই নিয়েই চলছে নানা জল্পনা-কল্পনা। তাই সবাই চাচ্ছে সেই কাঙ্ক্ষিত দিনে মাঠে থেকে ইতিহাসের সাক্ষী হতে। আগামী রোববার (২৯ আগস্ট) রিমসের বিপক্ষে মাঠে নামে পিএসজি। ওই ম্যাচে পিএসজির হয়েছে অভিষেক হতে পারে বিশ্বসেরা এ ফুটবলারের। এছাড়া কোচ মাওরিসিও পচেত্তিনোও এমনটা ইঙ্গিত করেছেন। পিএসজি কোচ পচেত্তিনোর কথায় মেসির অভিষেকের আভাস পেয়েই হুমড়ি খেয়ে পড়েছে ভক্ত-সমর্থকরা। এই ম্যাচ  শুরুর ১০ দিন আগেই কি না শেষ হয়ে গেছে সব টিকিট। ২০ হাজার ৫৪৬ টিকেট ছাড়া হলেও ইতোমধ্যেই সবগুলো বিক্রি হয়ে গেছে। স্টেডিয়ামের বাইরে ঝুলছে ‘নো টিকিট’ লেখা সাইনবোর্ডও। এসব টিকিট কেবল ফ্রান্স নয়, বিক্রি হয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে।ফ্রান্সের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, অনলাইন থেকে চিলি, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, মিশর ও ভারত থেকেও কেনা হয়েছে টিকিট। এছাড়া শুধু সমর্থক নয়, আগ্রহ রয়েছে সাংবাদিকদের মধ্যেও। ম্যাচটির জন্য অ্যাক্রিডেশনের আবেদন পড়েছে ১২০টি। এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ অ্যাক্রিডেশনের আবেদন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone