বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শনিবার, এপ্রিল ২০, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » ইংল্যান্ডের কাছে ধোলাই হওয়ার কারণ জানেন না মিসবাহ

ইংল্যান্ডের কাছে ধোলাই হওয়ার কারণ জানেন না মিসবাহ 

172318misbah

এমনিতেই পাকিস্তান দলের ‘আনপ্রেডিক্টেবল’ পারফর্মেন্সের কারণে কোচ মিসবাহ উল হক বেজায় চাপে আছেন। তার ওপর ইংল্যান্ডের তৃতীয় সারির দলের কাছে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ার পর তার বিপদ বেড়ে গেছে। চারদিক থেকে ধেয়ে আসছে সমালোচনা। মিসবাহ উল-হকের মতে, দল নাকি এতদিন ‘সঠিক পথেই’ ছিল। তবে ইংল্যান্ডের বিপক্ষে এই বিপর্যয়ের কারণ তিনি নিজেও বুঝতে পারছেন না।

শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে তিনশোর উপরে রান তুলেও সুবিধা করতে পারেননি বাবর আজমরা। দুই ওভার বাকি থাকতেই জিতেছে ইংল্যান্ড। মিসবাহ বলেছেন, ‘আগের সিরিজগুলোর ফলাফল দেখে আমরা ভেবেছিলাম দল ঠিক পথেই আছে। কিন্তু এই একটা সিরিজ আমাদের পুরো বিধ্বস্ত করে দিয়েছে। মনে হচ্ছে যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি। দ্রুত এগিয়ে যাওয়ার উপায় খুঁজতে হবে।’

সোশ্যাল সাইটে মিসবাহর মুণ্ডপাত করছেন সমর্থকরা। মিসবাহ নিজেও বুঝতে পারছেন না কেন দলের এই অবস্থা হলো! তিনি আরও বলেছেন, ‘এই সিরিজে কেন এত বাজে খেললাম তার কারণ জানি না। দল পুরোপুরি ছন্দ হারিয়ে ফেলেছিল। প্রধান কোচ হিসেবে আমার কাছে এটা খুব চিন্তায় বিষয়। কী ভাবে এই খেলার ব্যাখ্যা দেব? কারওর পক্ষেই সেটা সম্ভব নয়। আমার মনে হয় এটা ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ প্রত্যেকের ব্যর্থতা।’

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone