বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » প্রযুক্তি » ট্যাবলেট ব্যবহারে শিশুদের আগ্রহ

ট্যাবলেট ব্যবহারে শিশুদের আগ্রহ 

tab2

নিউজ ডেস্ক : শিশুদের মধ্যে ট্যাবলেট ব্যবহার যেমন বাড়ছে, তেমনি জনপ্রিয়ও হচ্ছে। মাত্র তিন বছরের শিশুরাও ট্যাবলেট কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে বেশ দক্ষ হয়ে উঠছে। তবে শিশুদের ট্যাবলেটের প্রতি এমন অতিরিক্ত আগ্রহ ও ব্যবহারকে স্বাস্থ্যগত ঝুঁকি বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ট্যাবলেট ব্যবহারের ক্ষেত্রে আলাদাভাবে টাইপ করা কিংবা কিছু পড়ে ব্যবহারের প্রয়োজন পড়ে না। তাই শিশুরা সহজেই ভিডিও চালানো, স্ক্রল করে ছবি দেখা ও তোলা এবং সাধারণ গেমসগুলো খেলতে পারে। এ জন্য আলাদাভাবে তেমন প্রশিক্ষণেরও প্রয়োজন পড়ে না।
ব্যস্ত মা-বাবা শিশুদের বিভিন্ন ধরনের গেমস, অ্যাপস ইত্যাদি ট্যাবলেটে ব্যবহারের ক্ষেত্রেও উৎসাহ দিচ্ছেন। যার ফলে শিশুরাও আগ্রহী হয়ে উঠেছে। আবার শিশুদের উপহার দেওয়ার ক্ষেত্রেও এখন সাধারণ খেলনার বদলে ট্যাবলেটের প্রবণতা বেড়েছে। এ কারণে শিশুদের জন্য বিশেষ ট্যাবলেট তৈরি করছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো। শিশুদের জন্য তৈরি বিশেষ এ ট্যাবলেটগুলো অভিভাবক কর্তৃক নিয়ন্ত্রণের সুবিধাও থাকছে, যাতে করে শিশুরা খারাপ কিছুতে যুক্ত হতে না পারে।
তবে এসব কার্যক্রম শিশুদের বেড়ে ওঠার ক্ষেত্রে ঠিক কতটা সহায়তা করছে, সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন অনেক বিশেষজ্ঞ। তাঁদের মতে, এখনো শিশুদের বেড়ে ওঠার ক্ষেত্রে যন্ত্র ঠিক পরিপূরক হয়ে ওঠেনি। শিশুদের প্রযুক্তির সঙ্গে পরিচয় ও ব্যবহার বাড়াতে ট্যাবলেট বিশেষ ভূমিকা রাখছে, যা দারুণ খবর! তবে এসব যন্ত্রে শিশুদের পূর্ণাঙ্গভাবে আসক্ত না করার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone