বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » আবারও পাকিস্তানের জয়

আবারও পাকিস্তানের জয় 

index

স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচের সিরিজে স্বাগতিক দল এগিয়ে আছে ৩-১ ব্যবধানে। ২০১৩ সালে এটা পাকিস্তানের সপ্তম ওয়ানডে সিরিজ জয়।

বুধবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ২২৬ রান তাড়া করতে নেমে দলীয় ৩১ রানে শারজিল খানকে হারালেও জয়ের জন্য বিন্দুমাত্র ভাবতে হয়নি পাকিস্তানকে।

দ্বিতীয় উইকেটে আহমেদ শেহজাদের (৪৪) সঙ্গে ৮৪ ও অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে সোহাইব মাকসুদকে (অপরাজিত ৪৬) নিয়ে ১১১ রানের জুটি গড়ে ৫৩ বল হাতে রেখে দলকে লক্ষ্যে পৌঁছে দেন হাফিজ।

হাফিজের ১১৯ বলের চমৎকার ইনিংসটা ১২টি চার ও দুটি ছক্কায় সাজানো। ওয়ানডেতে এটা তার নবম শতক।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে উমর গুলের মারাত্মক বোলিংয়ে ৩৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় শ্রীলঙ্কা।

চতুর্থ উইকেটে অভিষিক্ত আশান প্রিয়াঞ্জনকে (৭৪) নিয়ে ৮৯ রানের জুটি গড়ে দলকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করেছিলেন কুমার সাঙ্গাকারা (৫১)।

কিন্তু এ দুজনের বিদায়ের পর অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস (৩৮) ও আরেক অভিষিক্ত কিথুরুয়ান ভিথানাগে (২৭) ছাড়া আর কেউ দায়িত্ব নিয়ে খেলতে না পারায় লড়াই করার মতো সংগ্রহ গড়তে পারেনি অতিথি দল।

৩৯ রানে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কানদের সবচেয়ে ক্ষতি করেছেন সাঈদ আজমল। গুলের তিন ও জুনায়েদ খানের শিকার দুই উইকেট।

শুক্রবার পঞ্চম ও শেষ ওয়ানডের ভেন্যুও আবুধাবি।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৪৮.৫ ওভারে ২২৫ (কুশল ৮, দিলশান ৮, সাঙ্গাকারা ৫১, চান্দিমাল ৫, প্রিয়াঞ্জন ৭৪, ম্যাথিউস ৩৮, কুলাসেকারা ১, ভিথানাগে ২৭, সেনানায়েকে ০, লাকমল ২*, মালিঙ্গা ০; আজমল ৪/৩৯, গুল ৩/৩৭, জুনায়েদ ২/৪২)

পাকিস্তান: ৪১.১ ওভারে ২২৬/২ (শারজিল ১৩, শেহজাদ ৪৪, হাফিজ ১১৩*, মাকসুদ ৪৬*; ম্যাথিউস ১/১৫, লাকমল ১/৪৯)

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone