বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ব্রাজিলজুড়ে প্রেসিডেন্ট বোলসোনারো বিরোধী বিক্ষোভ

ব্রাজিলজুড়ে প্রেসিডেন্ট বোলসোনারো বিরোধী বিক্ষোভ 

ব্রাজিলের ১৬টি শহরে প্রেসিডেন্ট জাইর বোলসোনারো বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভ থেকে বোলসোনারোকে ‘ক্ষমতা ছাড়ার’ ও তাকে ‘অভিশংসিত করার’ ডাক দেওয়া হয়েছে। কট্টর ডানপন্থি বোলসোনারো শুরু থেকেই মহামারীর তীব্রতাকে আমলে নেননি, সবার জন্য মাস্ক বাধ্যতামূলক করতে রাজি হননি। তিনি এমনকি ভ্যাকসিনের গুরুত্ব নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন।করোনাভাইরাস সংকটের শুরু থেকেই ব্রাজিলজুড়ে প্রেসিডেন্ট বোলসোনারোর জনপ্রিয়তা কমতে থাকে। প্রাণঘাতী এই ভাইরাস এখন পর্যন্ত দেশটির চার লাখ ৬০ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। চলতি মহামারীতে মৃত্যুর সংখ্যায় বিশ্বে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল আর শনাক্ত রোগীর সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ভারতের পর তৃতীয় স্থানে আছে। ব্রাজিলজুড়ে হওয়া এ বিক্ষোভের আয়োজক ছিল দেশটির বিভিন্ন বামপন্থি দল, ট্রেড ইউনিয়ন ও ছাত্র সংগঠন। খবর : বিবিসি।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone