বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট মন্ডেল মারা গেছেন

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট মন্ডেল মারা গেছেন 

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ওয়াল্টার এফ মন্ডেল মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি দেশটির ৩৯তম প্রেসিডেন্ট জিমি কার্টারের অধীনে ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার পরিবারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, মন্ডেলের মৃত্যুর কারণ জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগে মন্ডেল ১৯৬০ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত তার নিজ রাজ্য মিনেসোটার অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন। পরে তিনি ১৯৬৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এ রাজ্যের সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন। কার্টার ক্ষমতা ছেড়ে দেয়ার পর মন্ডেল ১৯৯৩ ও ১৯৯৬ সালের মধ্যবর্তী সময় জাপানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জিমি কার্টার। তিনি বলেন, ‘আজ আমি আমার প্রিয় বন্ধু ওয়াল্টার মন্ডেলের মৃত্যুতে শোকাহত। তাকে আমি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সেরা ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনে করি।’

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone