বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » হাসপাতালে স্থানান্তর করা হলো অ্যালেক্সেই নাভালনিকে

হাসপাতালে স্থানান্তর করা হলো অ্যালেক্সেই নাভালনিকে 

রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি প্রায় ২০ দিন ধরে অনসনে থাকায় তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছিল। নাভালনিকে কারাগারের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানকার কর্তৃপক্ষ বলছে তার অবস্থা ‘সন্তোষজনক’। একদিন আগেই চিকিৎসকরা তার শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো তার মৃত্যু হতে পারে। তার চিকিৎসার বিষয়ে এখনই গুরুত্ব দেয়া না হলে তাকে বাঁচানো সম্ভব হবে না। চিকিৎসকদের এমন আশঙ্কার পর সোমবার নাভালনিকে একটি কারা-হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তিনি মস্কো থেকে ১শ কিলোমিটার দূরে অবস্থিত পোকরোভ পেনাল কলোনিতে আছেন। চিকিৎসকরা জানান, তার রক্ত পরীক্ষার মাধ্যমে এটা ইঙ্গিত পাওয়া গেছে যে, তার কোনো সময় কার্ডিয়াক অ্যারেস্ট বা কিডনি অচল হয়ে যেতে পারে। এতে করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে এবং তার মৃত্যুও হতে পারে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, তাকে প্রতিদিনই একজন চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করছেন এবং তিনি ভিটামিন গ্রহণে সম্মতি জানিয়েছেন। তীব্র পিঠে ব্যথা এবং পা অবশ হয়ে যাওয়ায় তার যতটুকু চিকিৎসা দরকার তিনি তা পাচ্ছিলেন না। উপযুক্ত চিকিৎসার দাবি জানিয়েই তিনি অনসন করছিলেন। কিন্তু দীর্ঘদিন ধরে অনসন করার কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। খবর : বিবিসি।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone