বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » করোনামুক্ত বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কাতার

করোনামুক্ত বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কাতার 

134627_bangladesh_pratidin_zzzzzzzz

বিশ্বজুড়ে নতুন করে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। কবে এই পরিস্থিতি স্বাভাবিক হবে তারও কোনো নিশ্চয়তা নেই। তবে পরিস্থিতি যেমনই হোক, আসন্ন ফুটবল বিশ্বকাপে গ্যালারিভর্তি দর্শক দেখতে চায় ফিফা। এজন্য করোনামুক্ত বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কাতার।

কাতারের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কিউএনএ-কে শনিবার দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানি এমনটাই জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, তার দেশ পরের বছর বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুত এবং আসর শুরুর আগেই দেশটিতে আগত বিভিন্ন দেশের দর্শক-সমর্থকদের করোনার ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করবে।

কাতারের রাজধানী দোহায় এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানি বলেন, ‘বিশ্বকাপে অংশগ্রহণকারী সবার জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করতে ভ্যাকসিন সরবরাহকারীদের সঙ্গে আলোচনা চলছে। আমরা আশা করি, আমরা একটি করোনামুক্ত বিশ্বকাপ উপহার দিতে পারব।’

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone