বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শনিবার, এপ্রিল ২০, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » ২৯ ডিসেম্বর খালেদার চল চল ঢাকা চল কর্মসূচি

২৯ ডিসেম্বর খালেদার চল চল ঢাকা চল কর্মসূচি 

kh

নিজস্ব প্রতিবেদক : ২৯ ডিসেম্বর জাতীয় পতাকা হাতে গণতন্ত্র রক্ষায় চল চল ঢাকা চল কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ কর্মসূচিকে তিনি ‘মার্চ ফর ডেমোক্রেসি’বলে আখ্যা দেন।মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন। খালেদা জিয়া বলেন, ক্ষমতায় থেকে সরকার নজিরবিহীন প্রহসনের নির্বাচন করতে চায়। সংলাপের নামে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন খালেদা জিয়া। তিনি বলেন, আন্দোলন থামাতে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা, নির্যাতন ও গুমের পথ বেছে নিয়েছে তারা । আটক করে জেলহাজত ভরে ফেলেছে।প্রধানমন্ত্রী একদলীয় প্রহসনের নির্বাচনে বিশ্বাস করেন বলেই তিনি এ ব্যবস্থা করেছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ সদস্যদের অবৈধ মন্তব্য করে বেগম জিয়া বলেন, তাদের জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেনি। তাই তাদের আদেশ কিংবা নির্দেশ প্রজাতন্ত্রের কর্মকর্তা ও কর্মচারীরা মানতে বাধ্য নন। প্রহসন ও কারসাজির মাধ্যমে সরকার স্বৈরাচারী কায়দায় দেশ চালাতে চায়। তিনি বলেন একটি বিদেশি পত্রিকায় রিপোর্ট হয়েছে আওয়ামী লীগ জিতলেও বাংলাদেশ হেরে যাবে। আমরা বাংলাদেশের হেরে যাওয়াকে মেনে নিতে পারি না। নিরীহ নিরপরাধ মানুষকে আগুনে জ্বলসে দিয়ে বিরোধী দলের ওপর দায় চাপাতে চায় সরকার। কিন্তু মানুষ এসব অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠবেই। কূটনৈতিকভাবে ব্যর্থ হয়ে সরকার নোংরা রাজনীতি শুরু করেছে। একদিকে হত্যা, গুম এবং বিচারপতির বাড়ি এবং হিন্দুদের বাড়িতে হামলার সঙ্গে শাসক দলের লোকজন জড়িত। তারা ধরা পড়লেও তাদের বিচার হচ্ছে না। এ সময় তিনি গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। আইন-শৃঙ্খলার নামে য়ৌথবাহিনীর নামে ঘরে ঢুকে মানুষকে গুলি করা হচ্ছে। দেশপ্রেমিক সেনাবাহিনীকে জনগণের মুখোমুখী দাঁড় করানোর অপচেষ্টা করা হচ্ছে।দেশের বিভিন্ন জেলাতে চলছে রাষ্ট্রীয় তাণ্ডব। এর দায়ভার নির্বাচন কমিশনকেই নিতে হবে বলে উল্লেখ করেন বিএনপির চেয়ারপারসন। বাংলাদেশের মানুষের অধিকার মানবাধিকার রক্ষায় দেশি বিদেশি বিভিন্ন সংস্থাকে সোচ্চার ভূমিকা পালনের জন্য ধন্যবাদ জানান বেগম জিয়া। দেশ ও মানুষ বাঁচতে, মানবাধিকার রক্ষায়, গণতন্ত্র রক্ষায় সবাইকে একসঙ্গে লড়াই করার আহ্বান জানান তিনি। শান্তি সমঝোতা ও গণতন্ত্র রক্ষায় সোচ্চার হওয়ার জন্য বিশিষ্ট নাগরিক ও ব্যবসায়ী সমাজসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের তিনি ধন্যবাদ জানান। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অন্যায় তৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সময় এসে গেছে, আপনাদের জনগণের পক্ষে কাজ করতে হবে। কারণ সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone