বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শনিবার, এপ্রিল ২০, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » প্রযুক্তি » ২০১৮ সালে বাজারে আসবে পরিধেয় স্মার্টফোন

২০১৮ সালে বাজারে আসবে পরিধেয় স্মার্টফোন 

sony-clock1

প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোন পরিধানও করা যাবে। সেই দিনও আর বেশি দূরে নয়। ২০১৮ সালের মধ্যেই বাজারে আসবে পরিধেয় স্মার্টফোন। মুঠোফোনের ব্যবহার আরও সহজ করতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।
এখন স্মার্টফোনের সঙ্গে স্মার্টওয়াচ ইতিমধ্যে পরিধেয় হিসেবে ব্যবহূত হচ্ছে। যেহেতু এখন প্রতিদিনের সঙ্গী হিসেবে সাধারণ মানুষের হাতে চলে এসেছে স্মার্টফোন তাই এর আরও সহজ ব্যবহারের সুবিধা নিশ্চিত করতেই এবার স্মার্টওয়াচের আদলে আসবে স্মার্টফোন। শুধু বড় বড় যন্ত্রে নয়, ইন্টারনেটের সুবিধা এখন হাতের মুঠোফোন আর পরিধেয় যন্ত্রেও পাওয়া যায়। এসব মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের হার ২০১৮ সালের মধ্যে বেড়ে দাঁড়াবে ২৭ কোটি এক লাখেরও বেশি। গত বছর পর্যন্ত এ সংখ্যাটি ছিল মাত্র তিন কোটি পাঁচ লাখ। গবেষণা বলছে, গত বছর পর্যন্ত যুক্তরাষ্ট্রে যেসব তথ্য আপলোড কিংবা নামানোর কাজটি হয়েছে কম্পিউটার কিংবা ল্যাপটপের সাহায্যে, সেটি অদূর ভবিষ্যতেই হবে স্মার্টফোনের মাধ্যমে।
মোবাইল ইন্টারনেটের ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে পরিধেয় স্মার্টফোন। গবেষণাপ্রতিষ্ঠান আইডিসির মতে, ২০১৮ সালের মধ্যে ১৮ কোটি সাত লাখ পরিধেয় স্মার্টফোন বিক্রি হবে এবং তখন প্রতিবছর ২৩০ কোটি স্মার্টফোন বিক্রি হবে। বর্তমানে বাজারে থাকা অ্যাপলের আইওয়াচ, স্যামসাংয়ের গ্যালাক্সি গিয়ার এবং গুগল গ্লাসের তুমুল জনপ্রিয়তাই পরিধেয় স্মার্টফোনের চাহিদা বাড়ার বিষয়টি তুলে ধরেছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone