বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » রাশিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেলেন সেই স্নোডেন

রাশিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেলেন সেই স্নোডেন 

153241_bangladesh_pratidin_snoden

রাশিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা এজেন্সির (এনএসএ) কন্ট্রাক্টর এডওয়ার্ড স্নোডেন। গত সাত বছর ধরে রাশিয়াতে নির্বাসিত জীবনযাপন করছেন স্নোডেন।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের শত্রু দেশটিতে স্থায়ীভাবে থাকার অনুমতি মিলেছে বলে তার আইনজীবী গণমাধ্যমকে এ তথ্য জানান।

গত সাত বছর আগে শত শত গোপন নথি প্রকাশ করে যুক্তরাষ্ট্র সরকারকে বিপাকে ফেলে দেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র এই সাবেক সদস্য। এরপর তিনি রাশিয়ায় পালিয়ে যান। রুশ সরকার দীর্ঘদিন ধরে তাকে আশ্রয় দিয়ে আসছে।

স্নোডেনের আইনজীবী অ্যানাতলি কুচেরেনা বলেন, যত দিন ইচ্ছা তত দিন রাশিয়ায় বসবাসের জন্য বৃহস্পতিবার এডওয়ার্ড স্নোডেনকে অনুমতি দেয়া হয়েছে।

বহুদিন ধরে স্নোডেনকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তার বিরুদ্ধে ২০১৩ সালে গুপ্তচরবৃত্তির যে অভিযোগ দায়ের করা হয়েছে, যুক্তরাষ্ট্র চায় তিনি যেন তার অপরাধের জন্য বিচারের মুখোমুখি হন।

অবশ্য ৩৭ বছর বয়সী স্নোডেন এরই মধ্যে নিজ দেশ যুক্তরাষ্ট্রে ফেরার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। গত আগস্টে তাকে ক্ষমা করে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone