বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » ২৩ অক্টোবর মুক্তি দেয়া হবে কেজিএফ-চ্যাপটার টু

২৩ অক্টোবর মুক্তি দেয়া হবে কেজিএফ-চ্যাপটার টু 

KGF2

 

বহুল প্রতীক্ষিত কেজিএফ-চ্যাপটার টু  সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করেছেন নির্মাতারা। আগামী ২৩ অক্টোবর বিশ্বব্যাপী এই সিনেমাটি মুক্তি দেয়া হবে।গতকাল শুক্রবার মাইক্রোব্লগিং সাইট টুইটারে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান হোমবেল ফিল্মসের পক্ষ থেকে একটি নতুন পোস্টার প্রকাশ করা হয়। এতে লাল ব্যাকগ্রাউন্ডে বন্দুক হাতে সিনেমার কেন্দ্রীয় চরিত্র রকিকে (যশ) দেখা যায়। পোস্টারে লেখা কেজিএফ-চ্যাপটার ওয়ান সিনেমার বহুল চর্চিত সংলাপ, ‘মে আই কাম ইন…’।এর আগে ২০১৮ সালে মুক্তি পায় কেজিএফ-চ্যাপটার ওয়ান। দর্শক-সমালোকদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি বক্স অফিসে রীতিমতো বাজিমাত করে। বেশ কয়েকটি রেকর্ডও গড়ে এটি। প্রথম কন্নড় ভাষার সিনেমা হিসেবে ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক অর্জন করে কেজিএফ-চ্যাপটার ওয়ান। এই সিনেমার মাধ্যমে বিশেষ তারকা খ্যাতি পান অভিনেতা যশ।প্রথমটির মতো কেজিএফ- টু সিনেমাটিও পাঁচটি ভাষায় মুক্তি দেয়া হবে। এবার চমক হিসেবে থাকছেন জনপ্রিয় বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। আধীরা চরিত্রে দেখা যাবে তাকে। জানা গেছে, সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যে সঞ্জয়-যশের ফাইটিং দৃশ্য রয়েছে।এই সিনেমা পরিচালনা করছেন প্রশান্ত নীল। সঞ্জয়-যশ ছাড়াও এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন— অচ্যুত কুমার,নাসের,অনন্ত নাগ, রাভিনা ট্যান্ডন প্রমুখ

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone