বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শনিবার, এপ্রিল ২০, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে শ্রীলঙ্কা

বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে শ্রীলঙ্কা 

live24bd-pak-vs-sri.

স্পোর্টস ডেস্ক : মাহেলা জয়াবর্ধনের শতকে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে শ্রীলঙ্কা।

১৪১ রানে অপরাজিত জয়াবর্ধনে অস্ট্রেলিয়ার ব্যাটিং কিংবদন্তী অ্যালান বোর্ডারকে পেছনে ফেলে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার সাত নম্বরে উঠে এসেছেন।

১৫৬ টেস্টে ১১ হাজার ১৭৪ রান করেছিলেন বোর্ডার। ষষ্ঠ স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দরপলের সংগ্রহ ১১ হাজার ২১৯ রান।

বুধবার তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ৫৭৮ রান। ২০০৭ সালে কলম্বো টেস্টে ৬ উইকেটে ৫৭৭ রানে ইনিংস ঘোষণা করেছিল শ্রীলঙ্কা।

কিথুরুয়ান ভিতানাগে ব্যাট করছেন ১৭ রানে।

ষষ্ঠ উইকেটে জয়াবর্ধনের সঙ্গে ১৭৯ রানের জুটি গড়েন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। ব্যক্তিগত ৬৯ রানে মার্শাল আইয়ুবের হাতে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে জীবন পাওয়া ম্যাথিউস ফিরেছেন ৮৬ রানে।

সোহাগ গাজীর বলে শর্ট মিডঅনে মার্শালের হাতে ধরা পড়েন ম্যাথিউস।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৫ উইকেটে ৩৭৫ রান নিয়ে খেলা শুরু করে শ্রীলঙ্কা।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশকে ২৩২ রানে অলআউট করে প্রথম দিন থেকেই টেস্টের চালকের আসনে শ্রীলঙ্কা।

মঙ্গলবার দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের পেসার আল-আমিন হোসেন জানান, বাংলাদেশের লক্ষ্য তৃতীয় দিন যতদ্রুত সম্ভব শ্রীলঙ্কাকে অলআউট করা। ৪৫০ রানের ভেতর অতিথিদের বেধে রাখতে চান বলেও জানান তরুণ এই পেসার।

শতক পাওয়া শ্রীলঙ্কার উদ্বোধনী ব্যাটসম্যান কৌশল সিলভা পিচ নিয়ে জানিয়েছেন সতর্ক-বার্তা। তিনি জানান, মিরপুরের পিচ ক্রমশ ক্রমশ ব্যাটিংয়ের জন্য কঠিন হয়ে পড়ছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone